২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকাকালিন ১৪.৮ মিলিয়ন পাউন্ড আয় উৎস গোপন রাখেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরে আইন অনুযায়ী নির্ধারিত কর পরিশোধও করেন। তাতে কাজ হয়নি। পুরো অর্থ পরিশোধ করেও কর ফাঁকির মামলা থেকে মুক্তি মেলেনি তাঁর। কর ফাঁকির অভিযোগে রোনাল্ডোর দুই বছরের জেল হয়। স্পেনের আইন অনুযায়ী দুই বছর বা কম সময়ের কারাদণ্ডপ্রাপ্ত কাউকে কারাগারে যেতে হয় না। সেই হিসেবে তখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জেলে যেতে হয়নি।রোনাল্ডোর দেওয়া অর্থ গ্রহণ করলেও, তাঁকে রেহাই দেওয়া হচ্ছে না। ফের তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে। আগামী ১৯ জানুয়ারি আদালতে উপস্থিত থাকতে হবে রোনাল্ডোকে। স্পেনের আদালতে হাজির হতে হবে তাঁকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct