বর্তমান সময়ে মানব জীবনে ব্লেডের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে। দাড়ি কাটা থেকে চুল কাটা, নিত্য প্রয়োজনীয় কাজে ব্লেডের ব্যবহার ক্রমে বেড়ে চলেছে। কিন্তু একটা বিষয় অনেকেই লক্ষ্য করেন না। বাজার থেকে কিনে আনা ব্লেডের ওপর বিভিন্ন কোম্পানির নাম থাকলেও, সব ব্লেডের নকশা কিন্তু একই। আরও স্পষ্ট করে বলতে গেলে, সব ব্লেডের মাঝের নকশা এক রকম থাকে। এরকম কেন হয়? আলাদা আলাদা কোম্পানীর ব্লেডের নকশা তো আলাদা হতেই পারত! কিন্তু তেমনটা হয়নি, কেন? আসলে কারণটা হল, ১১৬-১১৭ বছর আগে রেজারের হাতলের সঙ্গে ব্লেড আটকানোর জন্য স্ক্র বা নাট-বল্টুর ব্যবহার করা হতো। আর সেই জন্যই ব্লেডের মাঝখানের নকশা সেই সঙ্গে মানানসই করে তৈরি করা হয়েছিল। পরবর্তিকালে বাজারচলতি সব রেজারের হাতলের নকশাই ব্লেডের মাঝখানের নকশা অনুযায়ী তৈরি করা হতে থাকে।
১৯০১ সালে আমেরিকায় প্রতিষ্ঠিত হয় বিশ্ব বিখ্যাত ব্লেড প্রস্তুতকারক সংস্থা জিলেট। ১৯০৪ সালে বেশ জনপ্রিয় হয় কিং ক্যাম্প জিলেটের তৈরি ব্লেডগুলি। অদ্ভুত ভাবেই সেই সময় তৈরি ব্লেডগুলি দেখতে আর এখনকার তৈরি ব্লেডগুলি দেখতে একেবারে একইরকম। ব্লেডের মাপও এখনও অপরিবর্তিত । প্রশ্ন আসতে পারে, অন্য কোম্পানিগুলি যখন ব্লেড বানানো শুরু করল, তারাই বা কেন জিলেটের নকশা অনুকরণ করতে গেল? আসলে সেই সময়ে রেজার নির্মাণ করত একমাত্র জিলেটই। ফলে সেই রেজারের সঙ্গে মিলিয়ে ব্লেডের নকশা বানাতে গেলে ওই নকশাই তৈরি করতে হতো। এইভাবে পরবর্তীকালে সমস্ত কোম্পানিগুলি একই নকশায় ব্লেড বানাতে লাগল। যা আজও চলেছে। শতাব্দী পেরিয়ে গিয়েছে। আমূল বদলেছে পৃথিবী। কিন্তু সেই পুরনো চিহ্ন আজও বয়ে চলেছে ব্লেডের নকশা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct