মেঘালয় হাইকোর্টের বিচারপতি সুদীপ রঞ্জন সেন সাম্প্রদায়িক, তার মতো কারুর বিচারপতি হওয়া উচিত নয়। শুক্রবার এক বিবৃতিতে এই মন্তব্য করল সিপিএম। সিপিএমরে তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, বিচারপতি সেন আরএসএসের হিন্দুরাষ্ট্রের ভাবধারার মতো কথা বলেছেন। কারণ বিচারপতি সেন বলেছেন, এদেশকে কোনও মতেই ইসলামিক রাষ্ট্র করার চেষ্টা করা উচিত নয়। ভারত হিন্দুরাষ্ট্র হওয়া উচিত ছিল। আর সেসব অমুসলিম বাংলাদেশে, পাকিস্তান আফগানিস্তান প্রভৃতি দেশ থেকে এদেশে আসবে ভারত সরকারের উচিত তাদেরকে গ্রহণ করা।
এ সম্পর্কে সিপিএম আর বলেছে, একজন বিচারপতি হিসেবে যে ধর্ম নিরপেক্ষ আদর্শ বজায় রাখা দরকার তা পালন করেননি বিচারপতি সেন। একজন বিচারপতি হিসেবে তিনি তার নৈতিক দায়িত্ব লংঘন করেছেন। তার বিরুদ্ধে সংসদে ইমপিচমেন্ট আনা হবে বলেও জানানো হয়েছে সিপিএমের তরফ থেকে। এমনকি সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতির কাছে সিপিএম আর্জি জানিয়েছে, যাতে বিচারপতি সেনকে বিচারপতির দায়িত্ব থেকে সরানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct