একদিকে পাকিস্তানের বিরুদ্ধে আবুধাবি টেস্টে কেন উইলিয়ামসনের ব্যাট থেকে দুই ইনিংসে আসে ৮৯ ও ১২৩ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে বিরাট আবুধাবি টেস্টের পর আইসিসি টেস্ট রাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এসেছেন উইলিয়ামসন। এক নম্বরে থাকা কোহলির সঙ্গে উইলিয়ামসনের রেটিংয়ের পার্থক্য এখন কেবল ৭। আর অ্যাডিলেড টেস্টের পর কোহলির রেটিং কমেছে ১৫। এক নম্বরে থাকা কোহলির রেটিং পয়েন্ট ৯২০। অন্যদিকে উইলিয়ামসনের রেটিং ৯১৩। এর ফলে প্রথম কোন কিউই ব্যাটসম্যান হিসেবে ৯০০ রেটিংয়ে পৌঁছেছেন উইলিয়ামসন। এখন শীর্ষস্থান ধরে রাখতে হলে পার্থ ও মেলবোর্নে বড় রান করতেই হবে কোহলিকে। তা না হলেই ২০১৮ সাল শেষে এক নম্বর জায়গা হারাতে পারেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct