মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিঅাই এর প্রধান জেমস কোমিকে বরথখাস্ত করা নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এবার সেই সমালোচনার উত্তর দিলেন ট্রাম্প৷ তবে সোশ্যাল মিডিয়ায়৷ ট্যুইট করেডোনাল্ড ট্রাম্প লিখেছেন জেমস কোমি রিপাবলিকান ও ডেমোক্র্যাট দু পক্ষেরই আস্থা হারিয়েছেন। সেজন্যেই তাকে বরখাস্ত করা হয়েছে৷ অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন জেমস কোমি কাজ ঠিক মতো করছিলেন না বলেই তাকে সরানো হয়েছে৷
যদিও জেমস কোমিকে বরখাস্তের সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসন জানিয়েছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারি বিষয়ক তদন্ত যেভাবে তিনি চালাচ্ছিলেন তার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে। ডেমোক্র্যাটরা অবশ্য এই সিদ্ধান্তের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct