আইন কলেজের পরীক্ষায়ও এবার সাম্প্রদায়িক প্রশ্নপত্র। আর তা বিশেষ এক স্পর্শকাতর বিষয়। যে গো রক্ষকদের তাণ্ডবে দেশে নৃশংস হত্যার ঘটনা ঘটনা ঘটছে আইন কলেজের পরীক্ষার প্রশ্নপত্র তাকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। ঘটনাটি ঘটেছে দিল্লির গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের আইন কলেজে। গত ৭ ডিসেম্বরে দিল্লির নারেলায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আইন কলেজ চন্দ্র প্রভু কলেজ অফ হায়ার স্টাডিজ এন্ড স্কুল অফ ল কলেজে এলএলবি কোর্সের দ্য ল অফ ক্ৰাইম পেপার চ্যাপ্টারের পেপার ১এর পরীক্ষা ছিল। তাতে প্রশ রাখা হয়, ' একটা বাজারের মধ্যে রোহিত, তুষার, মানব ও রাহুল যারা হিন্দু তাদের সামনে আহমেদ নামে একজন মুসলিম গো হত্যা করেছে। আহমেদ কি কোনো অপরাধ করেছে?'
পরীক্ষায় এই ধরণের প্রশ্ন নিয়ে বিতর্ক উঠেছে। এই প্রশ্নপত্রেরকে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তা ভাইরাল হয়েছে। যদিও এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৎনাম সিং এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, এই প্রশ্ন বাদ দেওয়া হবে। এই প্রশ্নের যারা উত্তর দিয়েছে তাদের উত্তরের মূল্যায়ন করা হবে না।
কলেজের অধ্যক্ষ নিতে বাড়ি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশ্ন তৈরি করায় কলেজ তা আর দেখেনি। বিষয়টি কর্তৃপক্ষ দেখছে। যদিও বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেছেন, বর্তমান চর্চিত ঘটনাকে আইনের প্রশ্নে তুলে ধরা হয়েছে মাত্র।
এই ঘটনায় দিল্লির শিক্ষা মন্ত্রী মানুষ সিশোদিয়া বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন। যে গো রক্ষকদের হাতে গো হত্যার নামে নিরীহ মুসলিমদের খুন করা হচ্ছে তা নিয়ে প্রতিবাদের পরিবর্তে উস্কানি মূলক প্রশ্নপত্র হওয়ায় চরম সমালোচনার মুখে পড়েছে দিল্লির ওই আইন কলেজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct