জয়নব মুগল বয়স মাত্র ২ বছর। এ বয়েসেই সে এক ধরণের বিরল এবং আগ্রাসী ক্যান্সারের রোগী। জয়নবের দেহে নিউরোব্লাস্টোমা নামে এক রোগ ধরা পরেছে। তার জন্য চাই এক বিরল গ্রুপের রক্ত। কিন্তু সমস্যা হলো তার এই রক্তের গ্রুপ এতটাই বিরল যে রক্ত পেতে বিশ্বব্যাপী খোঁজ শুরু হয়েছে।
জয়নবের রক্ত গ্রুপ বিরল হওয়ার কারণ হল তার রক্তের লোহিতকণিকায় ‘ইন্ডিয়ান বি’ নামের একটি এ্যান্টিজেন নেই। এ রক্ত পাওয়া যাবে শুধুমাত্র ভারতীয়, পাকিস্তানী বা ইরানীদের মধ্যে যাদের রক্তের গ্রুপ ‘ও’ বা ‘এ’ - তাদের মধ্যে।
কিন্তু মাত্র ৪ শতাংশেরও কম লোক আছে যাদের রক্তে সেই ‘ইন্ডিয়ান বি’ এ্যান্টিজেনটি অনুপস্থিত। তারফলে রক্তদাতার রক্তের হুবহু মিল না হলে তার দেহ সেটাকে গ্রহণ করবে না।
ডাক্তাররা বলছে, জয়নবের চিকিৎসার জন্য অন্তত ৭ থেকে ১০ জন দাতা প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত ১ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হয়েছে তাতে মাত্র তিন জন রক্তদাতা পাওয়া গেছে।
ওয়ানব্লাড নামে একটি প্রতিষ্ঠান বিশ্বের নানা দেশে রক্তের অনুসন্ধান চালাচ্ছে। ওয়ানব্লাডের ফ্রিডা ব্রাইট বলছেন, গত ২০ বছরে আমি প্রথম এরকম ঘটনা দেখলাম।
তিনি আরও বলছেন, জয়নবের জন্য রক্ত পাওয়া গেলেও তাতে তার রোগ সারবে না - তবে ক্যান্সার চিকিৎসার ধকল সহ্য করার ক্ষমতা তৈরি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct