অসমে মাদ্রাসা বোর্ডের বিলোপ ঘটিয়ে তাকে স্কুল বোর্ডর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিল অসম সরকার৷ আসাম রাজ্যে ভেঙ্গে দেয়া হচ্ছে মাদ্রাসা বোর্ড। একইসঙ্গে সংস্কৃত বোর্ডকেও এক বিশ্ববিদ্যলয়ের অাওতায় অানা হচ্ছে৷
অসমের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা এই সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
উল্লেখ্য, অসমে মাদ্রাসা বোর্ডের ধীনে প্রায় ৭০০ মাদ্রাসা ছিল৷ ব্রিটিশ অামল থেকে এই মাদ্রাসা বোর্ড থাকলেও বিজেপি শাসিত বর্তমান অসম সরকার বলছে মাদ্রাসা শিক্ষাকে মূল স্রোতে অানতে এই সিদ্ধান্ত৷ যদিও মাদ্রাা শিক্ষার জন্য পৃথক বোর্ড পশ্চিমবঙ্গ, বিহার সহ বেশ কয়েকটি রাজ্যে এখনও অাছে৷
অসম সরকারের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷
আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদ্রাসা শিক্ষাও রাজ্য সরকারের সাধারণ শিক্ষা বোর্ডের অধীনেই পরিচালিত হবে।
রাজ্যের শিক্ষামন্ত্রী হীমন্ত বিশ্বশর্মা বুধবার গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, মাদ্রাসা শিক্ষাকে মূল স্রোতে আনার জন্য রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে। সবার জন্য শিক্ষার মান বৃদ্ধিতে আসাম সরকার বদ্ধপরিকর বলেও দাবি করেন তিনি।
বিজেপি অসমে সরকারের অাসার পর মাদ্রাসায় শুক্রবারের পরিবর্তে রবিবার ছুটির দিন চালু করায় বিতর্ক উঠেছিল৷
অন্যদিকে সংস্কৃত শিক্ষাকে কুমার ভাস্করবর্মা সংষ্কৃত ও অ্যানসিয়েন্ট স্টাডিজ ইউনিভার্সিটির অধীনে অানা করা হবে বলেও অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct