গুগল ম্যাপের সাহায্যে গাড়ি আছড়ে পড়ল গভীর খাদে। ঘটনাটি ঘটেছে কেরালার পালামট্টম-অভোলিচল রোডে। ত্রিশূরের ওয়াদাক্কানচেরির তিন বন্ধু গোকুলদাস, ইসাহাক ও মোস্তফা যাচ্ছিলেন মুন্নার। তারা রাস্তা জানতো না বলে গুগল ম্যাপের সাহায্যে সহজ ও শর্টকাট রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু অন্ধকার থাকায় খাদ বুঝতে না পেরে সোজা গিয়ে ৩০ ফুট গভীর খাদে পরে।
ওই যুবকেরা জানিয়েছেন, হঠাৎ রাস্তায় মধ্যে একটি বিশাল খাদ তাদের নজরে আসে কিন্তু গাড়ি তখন একদম খাদের সামনে। সেই সময় ব্রেক করেও গাড়ি থামানো চেষ্টা করলেও তা বিফলে যায়। গাড়ির সঙ্গে সঙ্গে তিন জন মিলে পৌঁচে যায় গভীর খাদে। তবে দুর্ঘটনার কারণে গাড়ির দরজা খুলে যাওয়ায় তিনজনে কোনও ক্রমে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ওপর দাঁড়িয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন। কারণ খাদে প্রায় আট ফুট জল ছিল আর তারা কেউই সাঁতার না জানায় অপেক্ষা করছিলেন।
সেই সময় রাবার কারখানা থেকে ছয় জন কাজ করে ফিরছিলেন। তাঁরাই তাদের জামাকাপড় খুলে বেঁধে লম্বা দড়ির মতো করে তিন বন্ধুকে উদ্ধার করেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা প্রাণে বেঁচে গেলেও বুকে ও মাথায় আঘাত পেয়েছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই জায়গায় একটি সেতু ছিল। সেটি নতুন করে তৈরির করার জন্যে ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার দুই দিকে ঠিকমতো সতর্কবার্তা না দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct