ব্যাক্তিগত বিমান লিওনেল মেসির অনেক আগে থেকেই আছে। সেই বিমানে চেপেই স্ত্রী-সন্তানদের নিয়ে বার্সেলোনা-আর্জেন্টিনা, আর্জেন্টিনা-বার্সেলোনা যাতায়াত করেন তিনি। কিন্তু সেই বিমান এখন পুরোনো হয়ে গিয়েছে। ভ্রমণে আগের মতো আর আরাম নেই। সেটা মাথায় রেখে নতুন একটা জেট বিমান কিনে ফিললেন বার্সেলোনা স্টার। আর্জেন্টিনার ওয়েবসাইট ‘ডাবল আমারিল্লা’ এক প্রতিবেদনে মেসির নতুন জেট বিমানটির ছবি ছাপিয়েছে। বিমানটির গায়ে লেখাগুলো স্পষ্ট করেই বলে দিচ্ছে, এলভি-আইআরও গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের বিমানটি স্বয়ং মেসির। বিমানটির দাম অবশ্য খুব বেশি না। বিমানটি কিনতে মেসিকে মাত্র ১৫ মিলিয়ন ইউরো। ভারতীয় অর্থমূল্য প্রায় ১২০ কোটি টাকা মাত্র। বিমানটি অবশ্য একেবারে নতুন নয়। গলফস্ট্রিম ভি ব্র্যান্ডের বিমানটি তৈরি ২০০৪ সালে। বিমানটিতে ১৬টি বিলাবহুল সিট আছে। আছে দুটি বাথরুম, যার একটিতে শাওয়ারও আছে। আছে দুটি রান্নার রুমও। কেনার পরই বিমানটির লেজে লেখা হয়েছে মেসির জার্সি নম্বর ‘১০’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct