এবার নিজের চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে বার্সেলোনা ছেড়ে ইতালিতে এসে নতুন চ্যালেঞ্জ নেওয়ার ব্যাপারে আমন্ত্রণ জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।এর আগে ২০০৯ সালে ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদে রোনাল্ডো যোগ দেওয়ার পর থেকে মূলত শুরু হয় তাঁর এবং মেসির মধ্যে দ্বৈরথ।তাঁরা দুজনেই সমান পাঁচবার করে জিতেছেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। নিজ নিজ ক্লাবের হয়ে জিতেছেন অনেক শিরোপা। রিয়ালের হয়ে টানা তৃতীয় ও মোট চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে গত জুলাইয়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনাল্ডো। পর্তুগাল স্টারের মতো মেসি নিজের কেরিয়ারে বহু ক্লাবের হয়ে খেলেননি। পুরো কেরিয়ারটা জুড়ে তিনি বার্সেলোনাতেই খেলে যাচ্ছেন।যদিও কাতালান ক্লাবের সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মরশুম পর্যন্ত। তখন তাঁর বয়স হবে ৩৪। সেই সময় মেসিকে অবসর না নিয়ে অন্য কোথাও খেলার পরামর্শ দিলেন সিআরসেভেন। এক প্রতিক্রিয়ায় রোনাল্ডো বলেন, 'আমার কাছে জীবনটা একটা চ্যালেঞ্জ। আমি এটা পছন্দ করি এবং আমি মানুষকে খুশি করতে পছন্দ করি। আমি চাইব, একদিন সে ইতালিতে আসবে। আমার মতো চ্যালেঞ্জ নেবে। তবে সে ওখানে খুশি থাকলে, আমি তাকে সম্মান করি।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct