চলে গেলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মুশিরুল হাসান। সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর। জানা গেছে ২০১৪ সালে এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। তিনি রেখে গেছে তাঁর স্ত্রী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা জোয়া হাসানকে।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী প্রয়াত মুশিরুল হাসান ছিলেন ন্যাশনাল আর্কাইভ অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল পদে আসীন ছিলেন। ভারতীয় ইতিহাস কংগ্রেসের তিনি ছিলেন প্রেসিডেন্ট। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন জামিয়া মিলিয়া ইসলামিয়ার। পরে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত জামিয়া মিলিয়া ইসলামিয়ার ভাইস চ্যান্সেলরের দায়িত্বভার পালন করেন। দেশ ভাগ নিয়ে তাঁর বহু গ্রন্থ রয়েছেল।
দুপুরে তাঁর নামায-এ জানাযা অনুষ্ঠিত হয় জামিয়া নগরেরর বাবুল ইলম মসজিদে। তাপর তাঁকে জামিয়া নগরেই সমাহিত করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct