মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষা ২০২২ (ইংরেজি)
______________________________
করোনা অতিমারির জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসরুম পঠনপাঠন বন্ধ রয়েছে। সেজন্য এবছরের মাধ্যমিক /হাইমাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হবে কিনা এ বিষয়ে অনেকের মধ্যেই প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছিল। কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এ বছরের মাধ্যমিক /হাইমাদ্রাসা পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ীই অর্থাৎ আগামী ৭ই মার্চ থেকে সশরীরে নিদৃষ্ট পরীক্ষা কেন্দ্র গুলোতে অনুষ্ঠিত হবে। ছাত্রছাত্রীদের প্রস্তুতির জন্য রয়েছে আর হাতে গোনা কয়েকটি দিন। এ বছরের মাধ্যমিক /হাইমাদ্রাসা পরীক্ষায় ইংরেজি বিষয়ে ভালো নাম্বার পাওয়ার জন্য ছাত্র ছাত্রীদের কোন কোন বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। ভুল ত্রুটি এড়িয়ে কিভাবে ভালো নাম্বার পাওয়া যেতে পারে সে বিষয়ে আজকের আলোচনা।
প্রথমেই বলি ইংরেজি হল আমাদের দ্বিতীয় ভাষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং অবশ্যই বিদেশি ভাষা। সেজন্য অনেকেরই এই ভাষার প্রতি একটা দূর্বলতা ও ভীতি রয়েছে। কিন্তু সেই ভীতি কাটিয়ে বিষয়টিকে ভালোবেসে যদি তোমরা নিয়মিত অনুশীলন করো তাহলে দেখবে অন্যান্য বিষয়ের মতো ইংরেজিতেও ভালো নাম্বার পাওয়া যায়। এবার আমরা সরাসরি আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করি।
অন্যান্য বিষয়ের মতো মাধ্যমিক ও হাইমাদ্রাসা পরীক্ষায় ইংরেজি বিষয়ে লিখিত ৯০ নাম্বার এর পরীক্ষা নেওয়া হয়। এই ৯০ নাম্বারকে কয়েকটি ভাগে বিভক্ত করে প্রশ্ন পত্র তৈরী করা হয়। MCQ, VSAQ, SAQ, LAQ. তোমাদের ‘BLISS’ টেক্সট বুক এর শেষে এই ভাগ গুলি বিস্তারিত দেওয়া রয়েছে। আমরা একে একে প্রত্যেকটি বিভাগ নিয়ে এবার আলোচনা করবো।
১. প্রথমেই আসি MCQ অর্থাৎ Multiple choice Question বিষয়ে। এখানে চারটি বিকল্পের মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হয়। তোমাদের টেক্স বুক অর্থাৎ Reading Comprehension (Seen) থেকে থাকে মোট ৯টি MCQ কোশ্চেন। প্রতিটির জন্য ১ নাম্বার করে। এর মধ্যে Prose থেকে থাকে ৫টি ও Poetry থেকে থাকে ৪টি MCQ প্রশ্ন। Reading Comprehension (Unseen) অংশে থাকে ৬টি MCQ এবং Grammar & Vocabulary অংশে থাকে ৩টি MCQ প্রশ্ন। অর্থাৎ Seen, Unseen, Grammar মিলিয়ে সর্বমোট ১৮ টি MCQ থাকে প্রত্যেকটি জন্য এক নাম্বার করে মোট ১৮ নাম্বার।
ছাত্রছাত্রীদের সমস্যা ও পরামর্শ :
‘Seen’ এর ক্ষেত্রে প্রশ্নের নং লিখে নিদৃষ্ট শূণ্যস্থানে প্রদত্ত চারটি বিকল্পের মধ্যে সঠিকটি লিখতে হয়। আর ‘Unseen’ এর ক্ষেত্রে সঠিক উত্তরটির পাশে ‘টিক’ চিহ্ন বসাতে হয়। আর Grammar এর ক্ষেত্রে verb এর সঠিক রূপটি বিকল্প গুলোর মধ্যে থেকে বেছে নিয়ে শূণ্যস্থানে বসাতে হয়।
এই MCQ অংশে ছাত্র-ছাত্রীদের খুব বেশি সমস্যা না হলেও কয়েকটি বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখ যায় প্রদত্ত বিকল্প গুলোর মধ্যে পাঠ্যাংশে ব্যবহৃত শব্দের পরিবর্তে অন্য কোনও সমার্থক শব্দ থাকলে অনেক ছাত্র ছাত্রীদের উত্তর বুঝতে অসুবিধা হয়। উদাহরণ স্বরূপ :
২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় ‘Seen’ অংশে একটি প্রশ্ন ছিল - ‘The last walk with Bapu was- a) pleasant, b) painful, c) strange, d) delight.
এই প্রদত্ত বিকল্প গুলোর মধ্যে টেক্সট এ ব্যবহৃত শব্দটি নেই। বাক্যটি ছিল’ The last walk with Bapu was agonizing.’ স্বাভাবিকভাবেই প্রদত্ত বিকল্প গুলোর মধ্যে ‘agonizing’ শব্দটি থাকলে কোনও ভুল হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু এখানে ‘agonizing’ এর একটি সমার্থক শব্দ ‘painful’ ব্যবহার করা হয়েছে। উত্তরটিও painful হবে। কিন্তু পাঠ্যাংশে ব্যবহৃত শব্দটি হুবহু ব্যবহৃত না করে তার পরিবর্তে অন্য শব্দ থাকলে বা একটু ঘুরিয়ে প্রশ্ন থাকলে অনেকেই পরীক্ষার হলে ঘাবড়ে যায়। ‘Unseen’ এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
এক্ষেত্রে তোমাদের প্রতি পরামর্শ হল:
প্রথমতঃ প্রতিটি বিকল্প ভালো করে পড়ে দেখো। নিজে থেকেই বুঝতে পারবে যে দু তিনটি অপশন খুব সহজেই বোঝা যায় যে এগুলো হবে না। বাকী দু একটার মধ্যে কনফিউশন হলে ভালো করে অর্থ বোঝার চেষ্টা করো। তার জন্য অবশ্যই তোমাকে তোমার পাঠ্যবই এর টপিক গুলো যত্নসহকারে পড়তে হবে। কারণ এটা Reading Comprehension অর্থাৎ এখানে তোমার বোধ ক্ষমতা যাচাই করা হবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল প্রথমেই কোনও বিকল্পটি সঠিক মনে হলেই সঙ্গে সঙ্গে সেটা সিলেক্ট না করে অবশ্যই বাকী বিকল্প অপশন গুলোও ভালো করে পড়। কারণ অনেক সময় অনেক অপশন খুব কাছাকাছি থাকে। আর বিশেষতঃ কবিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শব্দ গুলোর মানে অবশ্যই জানতে হবে। যেমন ২০১৭ সালের হাইমাদ্রাসা বোর্ডের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল ‘And not half so spray’ - Here the word ‘spray’ means - কতকগুলি অপশন ছিল। সঠিকটি হবে - full of life and energy.
এবার বলি Grammar section এর MCQ বিষয়ে : Grammar অংশের প্রথমেই তিনটে MCQ প্রশ্ন থাকে। এখানে দুটি বা তিনটি বাক্য থাকে। মাঝে কিছু জায়গায় তিনটি শূণ্যস্থান থাকে। সেখানে সঠিক verb formটি বসাতে হয়ে। তার জন্য তিনটে অপশন দেওয়া থাকে। সঠিকটি লিখতে হবে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই বাক্য গুলো খুব মনোযোগ সহকারে পড়ে বোঝার চেষ্টা করতে হবে কোনটি লিখলে পুরো বাক্যটার অর্থ ঠিক থাকবে। সেজন্য তোমাদের অবশ্যই Tense এবং Subject - verb - agreement বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে। সঠিক verb টি Tense অনুযায়ী যেটা সঠিক সেটাই বসবে।
যেমন : ২০২০ সালের মাধ্যমিকের একটা প্রশ্ন দেখা যাক।
Rina who - - - - (have been /has been /is being) ill for a month - - - - - (will visit/visited /had visited) the doctor last Monday. এখানে ভালোভাবে দেখলে বুঝতে পারবে যে Tense এর দিক থেকে এবং Third person singular number হওয়ার জন্য প্রথমটিতে অবশ্যই has been হবে ।সেকেন্ড শূণ্যস্থানের ক্ষেত্রে দেখে শেষে ‘last month’ শব্দটিি রয়েছে। এই ক্লু থেকে বোঝা যাচ্ছে অবশ্যই past হবে। had visited অথবা visited. দ্বিতীয় বাক্যে গেলে তখন বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। The doctor - - - - (advised /had advised /will advise) her complete bed rest.এখানে tense অনুযায়ী সাজালে প্রথমে advised এবং আগেরটা had visited হবে । সেজন্য এই অংশের কোনও না কোনও ক্লু থাকবে। সেটাকে সামনে রেখে tense ও subject - verb - agreement অনুযায়ী সঠিক বিকল্পটি চয়েস করতে হবে। এগুলো গেল MCQ নিয়ে আলোচনা।
এবার আসা যাক VSAQ অর্থাৎ Very Short Answer Type Question নিয়ে । এই অংশে প্রতিটি প্রশ্নের জন্য ১নম্বর করে বরাদ্দ থাকে।
এই অংশে ‘Reading Seen’ prose এ থাকে ১নম্বার এর ৩টি প্রশ্ন। আর ‘Reading unseen’ অংশে থাকে ১নং এর ৬টি প্রশ্ন। এবং Grammar অংশে থাকে ১নং এর ৯টি প্রশ্ন। অর্থাৎ সব মিলিয়ে মোট ১৮টি ১নং VSAQ প্রশ্ন থাকে ।
Reading Seen(prose) অংশে থাকে ‘complete the following sentences with information from the text’ অর্থাৎ একটি অসম্পূর্ণ বাক্যকে সঠিক তথ্য দিয়ে সম্পূর্ণ করতে হয়। তথ্যগুলো অবশ্যই প্রদত্ত passage এর মধ্যেই থাকে।
Unseen অংশে ৩টি True /False প্রশ্ন থাকে। বাক্যটি True অর্থাৎ সঠিক হলে পাশে প্রদত্ত বক্সে ‘T’ এবং False অর্থাৎ মিথ্যা হলে ‘F’ লিখতে হয়। অবশ্যই তার সাথে তোমার উত্তরটি ঠিক না ভুল তার সমর্থনে supporting statement দিতে হবে।
আর Grammar and Vocabulary অংশে ‘Do as directed’ হিসাবে ৯টি VSAQ প্রশ্ন থাকে।
এর মধ্য রয়েছে ৩ নাম্বার এর ‘Fill in the blanks with appropriate articles and prepositions’ পরবর্তী ৩ নাম্বার এর জন্য narration, voice, joining, splitting, transformation of sentencesএর মধ্য থেকে ৩টি প্রশ্ন। আর সর্বশেষ থাকে তিনটি phrasal verbs. এর জন্যও তিন নাম্বার বরাদ্দ থাকে।
ছাত্রছাত্রীদের অসুবিধা জায়গা ও কিছু পরামর্শ :
১. Seen অংশের ক্ষেত্রে দেখা যায় complete the sentence অংশে অনেকেই বাক্যের গঠন সঠিক হচ্ছে কিনা সেটা লক্ষ্য না করেই প্রদত্ত passage থেকে হুবহু বাকী অংশটা তুলে দেয়। এক্ষেত্রে মনে রাখবে বেশিরভাগ ক্ষেত্রে হুবহু passage থেকে বাকী অংশটুকু লিখে দিলে হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই আবার প্রশ্নে প্রদত্ত বাক্যটির দিকে লক্ষ্য রেখে তোমার উত্তরটি কিছুটি গ্রামারটিকাল পরিবর্তন করতে হয়। উদাহরণ স্বরূপ :
২০২০ সালের মাধ্যমিক প্রশ্নে complete the sentence অংশে ‘The Cat’ থেকে একটি প্রশ্ন ছিল এরূপ- The family gathers round the fire after - - - - - - - - -. ( উত্তরটি হবে finishing tea). কিন্তু passage এ মূল বাক্যটি রয়েছে। ‘When the family has finished tea, and gathers round the fire...’ কিন্তু শূণ্যস্থানে finished tea লিখলে ব্যাকরণ গত একটু ভুল হবে। সেক্ষেত্রে ফুল মার্কস পাওয়া যাবে না। সঠিক উত্তরটি হবে ‘finishing tea’
এই বিষয়গুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর শেষ কথা হল অকারণ বেশি লিখবে না। যতটুকু চাওয়া হচ্ছে প্রশ্নে এবং যতটুকু লিখলে বাক্যটি সম্পূর্ণ হবে ঠিক ততটুকুই লিখ।
২. Unseen অংশে যে True /False থাকে তার জন্য বাক্যটি ভালো করে পড়। অনেকেই দেখা যায় একবার হালকা পড়েই উত্তর লিখে দেয়। কিন্তু বাক্যটি ভালো করে পড়। দেখবে অনেক সূক্ষ্ম বিষয়ের জন্য True /False এর পার্থক্য হতে পারে। আর অবশ্যই supporting statements দিতে হবে প্রতিটি True /False এর জন্য। তোমার উত্তরটির (T/F) সমর্থনে প্রদত্ত passage থেকে বাক্য বা বাক্যাংশ তুলে দাও।
৩. আর শেষ Grammar এর ক্ষেত্রে বলবো যে এর জন্য সঠিক নিয়ম জানতে হবে ও বারবার অনুশীলন করতে হবে। কারণ ‘practice brings perfection.’ article and preposition, narration, joining, splitting, voice, transformation of sentences ‘প্রতিটির নিয়ম ভালো করে পড়ে অনুশীলন করো এবং তোমাদের স্যারকে দেখিয়ে নাও। মনে রাখবে প্রশ্ন কিন্তু খুব কঠিন থাকে না। কিন্তু সতর্ক থাকতে হবে Grammar অংশে সামান্য ভুল হলেও কিন্তু নাম্বার পাওয়া যায় না। সেজন্য সম্পূর্ণ সঠিক হতে হবে। আর হ্যাঁ, Phrasal verb এর ক্ষেত্রে অবশ্যই সঠিক form এ বসাতে হবে। যে phrasal verb গুলো দেওয়া থাকে সে গুলো সব base বা মূল form এ দেওয়া থাকে।
তোমাকে উত্তর এর জায়গায় দেখে নিতে যে শব্দটি underlined করা আছে সেটি কোন tense অনুযায়ী আছে । সেই অনুসারে তোমাকে phrasal verb টির tense পরিবর্তন করতে হতে পারে। প্রশ্নে লেখাই থাকে ‘change the form where necessary’. এটি অবশ্যই মাথায় রাখবে। সঠিক নাহলে নাম্বার পাওয়া যাবে না ।
এবার আমরা আলোচনা করবো SAQ অর্থাৎ Short Answer type Question নিয়ে। এর জন্য ২ নাম্বার করে বরাদ্দ থাকে। Reading Comprehension (seen) অংশের prose এর জন্য ২টি ও poetry এর জন্য ২টি অর্থাৎ মোট ৪টি ২ নাম্বার এর প্রশ্ন থাকে। Reading Comprehension (unseen) অংশে থাকে ৪টি প্রশ্ন। আর Grammar and Vocabulary অংশের জন্য থাকে ৪টি প্রশ্ন। অর্থাৎ সর্বমোট ১২টি ২নাম্বার এর প্রশ্ন থাকে।
Seen অংশে Statement /Reason অথবা True/False থাকে।
ছাত্রছাত্রীদের জন্য যে পরামর্শ :
True/False এর বিষয়ে পূর্বেই unseen অংশে আলোচনা করেছি ।সেজন্য আর পুনরাবৃত্তি করছি না। আর statement, Reason এর ক্ষেত্রে statement অথবা reason যে কোনও একটি ঘরে কিছু বক্তব্য থাকে। পাশের ফাঁকা ঘরটিতে যে তথ্য চাওয়া হচ্ছে সেটি সঠিকভাবে সম্পূর্ণ বাক্যে লিখতে হয়। বাক্যের গঠন ও গ্রামারজনিত কোনও ভুল যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে।
আর seen এর poetry অংশে সাধারণতঃ দুটি ২ নাম্বার এর প্রশ্ন থাকে। এখানে সাধারণত দুটি বাক্যের মধ্যেই উত্তর হয়ে যায়। এক্ষেত্রে দেখা যায় যে অনেক ছাত্র ছাত্রী text থেকে হুবহু বাক্য তুলে দেয়। কিন্তু এভাবে ফুল মার্কস পাওয়া সম্ভব নয়।
বিশেষতঃ কবিতার ক্ষেত্রে তো নয়-ই। তোমাকে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে সেটার উত্তর গুছিয়ে লিখতে হবে। অবশ্যই প্রদত্ত passage থেকে উত্তর পেয়ে যাবে। কিন্তু সেটাকে subject - verb agreement, বাক্যের সঠিক গঠন অনুযায়ী প্রশ্নটি যে tense এ রয়েছে answer টিও সেই tense অনুযায়ী লিখবে।
আর poetry এর ক্ষেত্রে এখানে একটা কথা বলে রাখবো বিশেষতঃ প্রত্যেকটি কবিতার নাম ও কবির নাম মুখস্থ রাখবে। অনেক সময় কবির নাম ও কবিতার নাম চাওয়া হয়। যেমন ২০১৭ সালের High Madrasah পরীক্ষায় ‘Fable’ কবিতা থেকে কিছু অংশ তুলে প্রশ্ন দেওয়া হয়েছিল - Name the poem and the poet.
সর্বশেষ Grammar and Vocabulary অংশে vocabulary সেকশনে ৪টি ২ নাম্বার এর প্রশ্ন থাকে। এখানে চারটি শব্দের অর্থ দেওয়া থাকে। Question no. 3 অর্থাৎ unseen passage থেকে এই শব্দ গুলোর অর্থ খুঁজে পাশের ঘরে লিখতে হয়। এখানে অনেক ভালো ছাত্রছাত্রীরাও সমস্যায় পড়ে যায়। কারণ unseen passage এর অর্থ ভালোভাবে বুঝতে না পারলে এবং প্রদত্ত শব্দের অর্থ গুলোও ঠিক মতো বুঝতে না পারলে সঠিক শব্দ বের করা খুব সমস্যাজনক হয়ে পড়ে। unseen passage এর একশো শতাংশ অর্থ বোঝা বেশির ছাত্র-ছাত্রীদের পক্ষেই খুব কঠিন। কারণ এই অংশটি তারা আগে কখনও পড়েনি।
যাইহোক এখানে আমি বলবো passage টি কয়েকবার খুব মনযোগ দিয়ে পড়।
দেখবো কিছু শব্দ অজানা থাকলেও অনেক শব্দই তোমাদের জানা। সেই জানা শব্দ গুলোর ভিত্তিতে পুরো বাক্যটা বোঝার চেষ্টা করো। দেখো কিছুটা অবশ্যই বুঝতে পারবে। এখানে একটা কাজ অবশ্য তোমরা করে রাখতে পারো গুরুত্বপূর্ণ শব্দ গুলোর তলাই হাল্কা আন্ডারলাইন করে রাখো। ঐ শব্দ গুলোর মধ্যে থেকেই দেখো vocabulary এর উত্তর বের হয়ে আসবে। প্রতিটি শব্দের জন্য বারবার passage পড়তে হবে না । আর একটি গুরুত্বপূর্ণ কথা হল। যে শব্দগুলোর অর্থ যে ফর্মে (noun/verb /adjective/adverb) আছে ও যে tense এ আছে সেই অনুযায়ী পাশের ঘরে বসাতে হবে। শেষ কথা হল unseen অংশে ভালো নাম্বার পেতে গেলে তোমাকে অবশ্যই vocabulary বাড়াতে হবে ।
সেজন্য নিয়মিত বিভিন্ন ইংরেজি খবরের কাগজ বা ইংরেজি আর্টিকেল পড়া অভ্যাস করতে হবে।
সর্বশেষ আমরা আলোচনা করবো LAQ অর্থাৎ Long Answer type Question নিয়ে। এটি মূলত Writing Skill এর ক্ষেত্রে । এখানে ১০ নাম্বার এর তিনটি রাইটিং লিখতে হয়। মোট ৩০ নাম্বার। সেজন্য এই অংশটি ইংরেজিতে ভালো নাম্বার তোলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে paragraph, biography, letter, notice newspaper report, process writing, story, summary, dialogue. এর মধ্যে থেকে যে কোনও তিনটি বিষয়ে প্রশ্ন থাকে।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা এই অংশে বিশেষত অপেক্ষাকৃত কম মেধাসম্পন্ন ছাত্র ছাত্রীরা আশানুরূপ নাম্বার পায় না। ফলে টোটাল নাম্বার অনেক কমে যায়। বেশিরভাগ ছাত্র ছাত্রী বাজার চলিত বই থেকে কিছু সাজেশন পড়ে যায় এবং কমন না পেলে কিছুই লিখতে পারে না।
সেজন্য কয়েকটি বিষয় মনে রাখবে :
১. প্রত্যেকটি রাইটিং এর জন্য নিদৃষ্ট কিছু নিয়ম থাকে। সে গুলো ভালো করে পড়ো। নিদৃষ্ট ফরম্যাটে এর মধ্যে লিখলে অবশ্যই নাম্বার পাবে অন্ততঃ অল্প কিছু লিখলেও। আর ভালো নাম্বার পেতে গেলে দেখতে হবে বাক্যের গঠনগত ও গ্রামার বা tense অনুযায়ী যেন বাক্যগুলো সঠিক হয়। আর অবশ্যই বানান ভুল যেন না হয়। দেখা যায় অতিরিক্ত বানান ভুলে নাম্বার অনেক কমে যায়।
২. গুরুত্বপূর্ণ রাইটিং গুলো মুখস্থ করার পাশাপাশি অবশ্যই নিজে থেকে সঠিক ছোট ছোট বাক্য লেখার অনুশীলন করতে হবে। কমন না আসলে যেন নিজে থেকে লিখতে পারো।
৩. প্রতিটি রাইটিং ১০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়। সেটা লক্ষ্য রাখবে অবশ্য পাঁচ দশটা শব্দ কম বেশি হলে কোনও অসুবিধা নেই।
৪. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিটি রাইটিং এর ক্ষেত্রে দেখবে প্রশ্নে কিছু পয়েন্টস দেওয়া থাকে।
প্রতিটি পয়েন্ট এর জন্য নাম্বার বরাদ্দ থাকে। অনেক সময় পয়েন্ট না দেখেই অনেক ছাত্র ছাত্রী লিখে চলে আসে। ফলে ভালো লিখে আসলেও সমস্ত পয়েন্ট কাভার না করার জন্য মার্কস কমে যায়। সেজন্য দেখবে কোনও পয়েন্ট যেন বাদ না পড়ে।
Paragraph, biography, letter (formal, informal, বিশেষতঃ\ friend, Headmaster, editor বেশি করে প্রাকটিস করো। formal ও informal letter এর গঠনগত পার্থক্য অবশ্যই লক্ষ্য রাখবে। notice, report, story paragraph ও letter বেশি করে পড়ো। অবশ্য process, summary, dialogue মাঝে মাঝে আসে। সেজন্য এই গুলো লেখার নিয়মও জানতে হবে।
৫. প্রত্যেকটি রাইটিং এ অবশ্যই টাইটেল দেবে। আর notice, letter, report যেন অবশ্যই নিদৃষ্ট স্থানে তারিখ উল্লেখ থাকে।
আর নোটিশ স্কুল সংক্রান্ত হলে অবশ্যই বাম দিকে counter signed by HM-লিখতে ভুলবে না ।
সবশেষে বলবো মাধ্যমিক /হাইমাদ্রাসা পরীক্ষা হল জীবনের প্রথম বড় বহিঃ পরীক্ষা।
সেজন্য কিছুটা টেনশন বা মানসিক চাপ থাকাটা স্বাভাবিক। কিন্তু মনে রাখবে পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। সেজন্য ভালো পরিশ্রম করলে ভালো রেজাল্ট অবশ্যই হবে এই আত্মবিশ্বাস রাখো। দেখবো ভালো মার্কস অবশ্যই পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct