২০১৩ সালের আইপিএলে ম্যাচ ফিক্সিং করার অপরাধে গ্রেফতার হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার এস শ্রীসন্থ। যার ফলে বিসিসিআই তাকে আজীবন নির্বাসিত করে। যদিও এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন কেরলের তারকা। এদিন ছিল সেই আবেদনেরই প্রথম দিনের শুনানি। শ্রীসন্থের পক্ষে বিশিষ্ট আইনজীবী সলমন খুরশিদ সর্বোচ্চ আদালতে বলেন, 'আমার মনে হয় শ্রীসন্থের উপর অন্যায় করা হয়েছে। আজীবন নির্বাসন খুব কড়া শাস্তি হয়ে গিয়েছে বলে মনে করি। ও অনেক দিন ক্রিকেটের বাইরে। ৫ বছর ধরে ও নির্বাসিত। এবার ওই শাস্তি তুলে নেওয়া উচিত বলে মনে করি। মুহাম্মদ আজহারউদ্দীনেরও শাস্তি তোলা হয়েছে, তাহলে আমার মক্কেলের শাস্তি কেন তোলা হবে না?' আজহারউদ্দীনের ব্যান উঠলে তাঁর ব্যান কেন উঠবে না? এদিন দেশের সর্বোচ্চ আদালতকে এমন প্রশ্নই করলেন খোদ শ্রীসন্থও। একই সঙ্গে তিনি বোর্ড-এর তাঁর উপর লাগু করা আজীবন নির্বাসনকেও 'লঘু পাপে গুরু দণ্ড' বলে উল্লেখ করেন এই কেরালিয়ান পেসার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct