গত কয়েক দিন ধরেই লাল-হলুদের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছিল একটাই আলোচনা। আল আমনার ভবিষ্যত্ কী হবে? তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হল, সিরিয়ান মিডফিল্ডারকে ছেড়েই দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরেই চোটের কবলে ছিলেন ইস্টবেঙ্গলের এই নির্ভরযোগ্য মিডফিল্ডার। বেশ কয়েকবার মেডিক্যাল টেস্টও হয়েছে আমনার। কিন্তু কোনওবারই রিপোর্টে সন্তুষ্ট হতে পারেননি লাল-হলুদের স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ। সম্পূর্ণ ফিট না হলে সিরিয়ানকে যে কোনওভাবেই দলে রাখা হবে না, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন আলেসান্দ্রো। তবুও সমর্থকদের তীব্র আশা ছিল, সুস্থ হয়ে উঠবেন তাঁদের প্রিয় তারকা। কিন্তু সর্বশেষ মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার পরেও দেখা যায়, মাঠে নামার মতো অবস্থায় নেই আমনা। তাই কঠিন হলেও সিদ্ধান্তটা নিতেই হল লাল-হলুদ ম্যানেজমেন্টকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct