বিশ্ব ফুটবলে কোন ফুটবলার সেরা, সেই নিয়ে বিতর্ক প্রতি প্রজন্মেই লক্ষ্য করা যায়। তবে বর্তমানে এর বাইরেও অন্য এক বিতর্ক রীতিমতো লক্ষ্য করা যায়। তা হল বিশ্বের সেরা ফুটবল লিগ কোনটি? বিশ্বের জনপ্রিয় লিগগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ইংলিশ প্রিমিয়র লিগ, লা লিগা, ইতালিয়ান সিরি-আ, বুন্দেসলিগা এবং ফরাসি লিগ। সব লিগেরই খেলার বৈচিত্র্য আলাদা। এমন কয়েকটি দিক রয়েছে যার উপর নির্ভর করে লিগগুলি। যেমন দলগুলির যোগ্যতা, লিগে সেরা খেলোয়াড়ের উপস্থিতি, ফুটবলের কালচার, বিনোদন, বিশ্বজুড়ে ব্রডকাস্টিং। দর্শক উপস্থিতির হারে, বুন্দেসলিগা কিন্তু সবার চেয়ে এগিয়ে। প্রতি খেলায় গড় দর্শকের সংখ্যা ৪৪৬৪৬ জন। দ্বিতীয় ইপিএল (৩৮২৯৭), তৃতীয় লা লিগা (২৬৯৩৯), চতুর্থ সিরি আ (২৪৭৬৭) এবং পঞ্চম স্থানে ফরাসি লিগ (২২৫২৪)। এই ক্ষেত্রে জার্মান লিগ এগিয়ে থাকেলেও, বিশ্বজুড়ে টেলিকাস্টিংয়ে বাকিদের থেকে সবচেয়ে এগিয়ে ইপিএল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct