সপ্তাহে অন্তত একটা দিন আমরা ভুরিভোজের জন্য রেস্তোরাঁতে গিয়ে ঢু মাড়ি। আর রেস্তোরাঁতে খাওয়া মানেই আপনাকে আনেক গুলো টাকা গুনতে হয়। তখন মনে হয় খাবার তো নয় যেন টাকাই খেলাম। তখন মনে হয় রেস্তোরাঁতে বসে যে টাকায় খাওয়াদাওয়া করলাম তা দিয়ে বাজার করে বাড়িতে রান্না করলে আনেক গুলো টাকা বেঁচে যেত।
কিন্তু আপনি চাইলে রেস্তোরাঁতে ভালো খাবার খাওয়ার পরেও কয়েকটি সহজ উপায়ে কিছু টাকা বাঁচাতে পারেন। জেনে নিন এ রকম কয়েকটি সহজ উপায় :
অফার খোঁজুন : এখন বাজারে অনেক নামীদামি রেস্তোরাঁ আছে যারা মাসে বা সপ্তাহে নানান রকমের অফার দিয়ে থাকে। তাই রেস্তোরাঁতে যাবার আগে একবার অনলাইন সেগুলে চেক করে নিতে পারেন। অনেক সময় খাবারের দামের উপর ছাড় থাকে আবার কক্ষন খাবারের সঙ্গে আর একটি খাবার ছাড় থাকে। এমন অফার থাকলে সেখানেই ঢু মারতে পারেন। এতে খরচও কিছুটা কম হবে আবার খাওয়াটাও ভালো হবে।
বিশেষ দিনে রেস্তোরাঁ এড়িয়ে যান: স্পেশাল দিন গুলোতে রেস্তোরাঁমুখী না হওয়াই ভালো। বিশেষ করে ভ্যালেনটাইনস ডে, বড়দিন, বছরের প্রথম দিন। এসব দিন গুলোতে অনেক রেস্তোরাঁ গলাকাটা দাম নিয়ে থাকে। আবার এই সব দিন গুলোতে খাবারের গুণও ততটা ভালো থাকেনা। যেসব রেস্তোরাঁয় এসব দিনে বিশেষ ছাড় দেয়, সেগুলোতে ঢুঁ মেরে আসতে পারেন।
কিছু খাবার বাদ দিন: আপনি যদি ভালো নামীদামি রেস্তোরাঁতে খেতে যান তাহলে দেখবেন প্রধান খাবাবের সঙ্গে স্টার্টার, ড্রিংকসহ নানান অফার আপনাকে দেওয়া হচ্ছে। আপনি যদি টাকা বাঁচাতে চান তাহলে কম দামের স্টার্টার বা ড্রিংক অডার করতে পারেন কিংবা পুরোপুরি না করতে পারেন।
নিজেকে নিয়ন্ত্রণ করুন: রেস্তোরাঁতে গিয়ে মেনু কার্ড দেখে অনেক বেশি খাবার অর্ডার করে ফেলবেন না। আগে নিজের পেটের অবস্থা বুঝে নিন, তার পরে অর্ডার করুন। এতে যেমন খাবার নষ্ট হবেনা তেমনি অতিরিক্ত টাকাও খরচ হবেনা।
বিল চেক করুন: খাবার খাওয়ার পরে বিল দেওয়ার সময় একবার চেক করে নিন। খাবারের দামে কোনো অসামঞ্জস্য আছে কিনা দেখে নিন। যদি আপনার কাছে কোনো ডিসকাউন্ট থাকে, তবে বিল মেটানোর সময় তা ব্যবহার করুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct