বিশিষ্ট ইসলামী বিদ্বান ও বিহারের কিষাণগঞ্জের সাংসদ মাওলানা আসরারুল হক কাসেমী পরলোকগমন করলেন। শুক্রবার ভোর সাড়ে তিনটায় নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। যদিও বৃহস্পতিবার তিনি স্বাভাবিক ছিলেন। এমনকি কিষাণগঞ্জে দারুল উলুম সাফাহ নামে ইসলামী প্রতিষ্ঠানের শিল্যান্যাসও করেন। ভাষণ দেন স্বাভাবিক ভাবে। আজ শুক্রবার বিকালে (আসর বাদ) তার গ্রাম কিষাণগঞ্জের তারাবাড়িতে শেষকৃত্য (নামাজ-এ জানাযা ও দাফন) সম্পন্ন হবে।
মৃত্যকালে মাওলানা মাওলানা আসরারুল হক কাসেমী তিন পুত্র ও দুই কন্যা রেখে যান।
মাওলানা আসরারুল হক কাসেমী ১৯৪২ সালের ১৫ ফেব্রুয়ারি বিহারের তারাবারি গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
২০০৯ ও ২০১৪ সালে তিনি কংগ্রেসের টিকিটে কিষাণগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন।
তিনি দেওবন্দের দারুল উলুম দেওবন্দ থেকে ফাজিল (স্নাতকোত্তর) ডিগ্রি লাভ করেন। মাওলানা আসরারুল হক কাসেমী ছিলেন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ডের সদস্য, জমিয়তে উলামায়ে হিন্দের প্রাক্তন সম্পাদক, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া তামিমি ওয়া মিল্লি ফাউন্ডেশনের সভাপতি, বিহার জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি । তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা আরশাদ মাদানী, বদরুদ্দিন আজমল, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী, গোলাম মোর্তজা, সাংসদ আহমদ হাসান ইমরান, ইদ্রিস আলী, সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী প্রমুখ।
তার মৃত্যুতে দেশ এক মহান ইসলামী আলেম বা পান্ডিতকে হারাল। মুসলিম মহলে তাই শোকের ছায়া নেমে এসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct