টানা এক দশকের পর মেসি-রোনাল্ডোর একাধিপত্য শেষ করে সোমবার রাতে ব্যালন ডি'ওর পুরস্কার জিতেছেন ক্রোট সুপারস্টার লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জয় ও ক্রোয়েশিয়ার বিশ্বকাপে রানার্স হওয়ার পেছনে তাঁর অবদান যথেষ্ট। ফলে তাঁকে সেরা হিসাবে মেনে নিতে দ্বিমত নেই কারোরই। যদিও দ্বিতীয় স্থান পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তৃতীয় হন গ্রিজম্যান। আর মেসি পঞ্চম স্থান অধিকার করেন। মেসির এই পঞ্চম হওয়া নিয়ে অনেকেই বিস্মিত। তবে এলমা ও কাতিয়া বেশি বিস্মিত সিআর সেভেনের দ্বিতীয় হওয়া নিয়ে। তাঁরা সম্পর্কে পর্তুগিজ তারকা রোনাল্ডোর বোন। দাদার টানা তিনবার ব্যালন ডি'ওর হাতছাড়া হতেই সোশ্যাল মিডিয়ায় তোপ দাগলেন তাঁরা। ইনস্টাগ্রামে রনের একটি ছবি পোস্ট করে এলমা লেখেন, ' দুর্ভাগ্যবশত আমাদের পৃথিবী চালিত হয় টাকা ও মাফিয়াদের দ্বারা। যদিও ঈশ্বরের ক্ষমতা এদের থেকে অনেক বেশি। ঈশ্বর ঠিক সময়ে এর বিচার করবেন।' অর্থাত্ রোনাল্ডোর সেরার পুরস্কার না জেতার জন্য একপ্রকার 'মাফিয়াদের' দায়ী করলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct