জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত।বয়স এখন ৬।এরই মধ্যে তিনবার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করতে হয়েছে তার। বেশি দৌড়ঝাঁপ করতে পারে না, অল্পতেই হাঁপিয়ে ওঠে সে। এত সবের মধ্যে লেগ স্পিনার হওয়ার স্বপ্ন ক্রিকেটপাগল ছেলেটার। আর তাই মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে আর্চি শিলারকে। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার অনুশীলনেও দেখা যায় তাকে। কিছুদিন আগে এক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে আর্চির কথা জানতে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তারপরই আর্চিরকে অসি কোচ জাস্টিন ল্যাঙ্গার ভিডিওকল করেন। ফোনে তিনি বলেন, ‘হ্যালো আর্চি, আমি জাস্টিন ল্যাঙ্গার বলছি। তোমার জন্য একটা সুখবর আছে। মেলবোর্নে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য আমরা তোমাকে দলে নিচ্ছি।’ল্যাঙ্গারের এই কথা শুনে উচ্ছ্বসিত আর্চি বলেছিল, ‘ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে আউট করব আমি।’ বাস্তবে তাকে খেলানো হবে না, এটা স্বাভাবিক। শুধু অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকবে সে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct