এবার অনেকটা বাগে এল ৯ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে পালিয়ে যাওয়া বিজয় মাল্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ৯০০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন বিজয় মাল্য। তারপর রিনা মিটিয়ে বিদেশে পালিয়ে যান। ব্রিটেনে পালিয়ে গেলেও দেশের তদন্তকারী সংস্থা ইডি তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সিবিআই তার বিরুদ্ধে লুক আউট নোট8শ জারি করেছে। এমনকি তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকার বৃটেনের কাছে আবেদন করেছে। পরিস্থিতি বুঝে এবার সোজাপথে আসতে চাইছেন বিজয় মাল্য। কিছুদিন আগে বলেছিলেন ভারতীয় জেল অস্বাস্থ্যকর। তাই ভারতে ফেরা মুশকিল। কখনো বলেছেন তাকে প্রাণে মারার চেষ্টা হতে পারে। তার কিং ফিশার এয়ারলাইন্স সহ একাধিক সংস্থা লোকসানে চলায় ধরাশায়ী মাল্য। এই পরিস্থিতিতে বিজয় মাল্য জানালেন, তার নেওয়া ঋণ ব্যাংকগুলোকে ফেরত দেবেন। কোনো ঋণ বকেয়া না রেখে সবই পরিশোধ করবেন। তবে তিনি যে মূল টাকা ঋণ নিয়েছিলেন সেই টাকার সম্পূর্ণটা মিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। যদিও কোনো সুদ দেবেন না। বিজয় মাল্য বলেছেন, তিনি তার নেওয়া ১০০ শতাংশ টাকাই ফেরাত দিতে প্রস্তুত। কিন্তু ব্যাংকগুলো এখনো বিজয় মাল্যার এই ইচ্ছা প্রকাশ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct