লুকা মডরিচের হাতে ব্যালন ডি'ওর ওঠার সঙ্গে সঙ্গেই মঞ্চে তৈরি হয়েছিল ইতিহাস। সেই সঙ্গে আবার তৈরি হয়েছে বিতর্কও। চলতি বছরই প্রথম বারের জন্য ব্যালন ডি'ওর দেওয়া হল কোনও মহিলা ফুটবলারকে। অলিম্পিক লিয়ঁ' তথা নরওয়ের স্ট্রাইকার আদাহ হেগেরবার্গ এই সম্মানে ভূষিত হলেন। ঐতিহাসিক এই মুহুর্তের মধ্যেই বিতর্কের জন্ম দিলেন সঞ্চালক মার্টিন সলভেঁ। ফরাসি ডিজে মার্টিন ২৩ বছর বয়সী ফুটবলারের কাছে জানতে চান, হেগেরবার্গ 'টোয়ার্ক' করতে পারেন কি না? ব্যালন ডি'ওরের মতো হাইপ্রোফাইল অনুষ্ঠানে এরকম মন্তব্য করলে যে বিতর্ক জন্মাবে সেটাই স্বাভাবিক। বাস্তবিক হলও তাই। 'টোয়ার্কএর মতো যৌন ইঙ্গিত পূর্ণ নাচের প্রসঙ্গ এরকম মঞ্চে একেবারেই বেমানান। মার্টিনের এই প্রশ্ন হাসি মুখে এড়িয়ে গেলেও, অনুষ্ঠান শেষে বিতর্ক তখন অনেক দূর এগিয়েছে। শেষমেশ একপ্রকার বাধ্য হয়ে ক্ষমা চেয়ে নেন মার্টিন সলভেঁ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct