খেলার মাঠে মুসলিম ক্রিকেটারদের নামায আদায় করার দৃশ্য নতুন নয়। পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ ক্রিকেটাঙ্গণে এমন ঘটনা সচরাচর দেখা যায়। মাঠে নামাজ আদায় করতে দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পাশাপাশি ইংল্যান্ড দলের বেশ কয়েকজন মুসলিম ক্রিকেটারদের। সম্প্রতি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজেও বাংলাদেশ ক্রিকেটারদের শুক্রবার জুম্মার নামাজ পড়তে দেখা যায়। যদিও শুক্রবারের জুম্মার নামাজে ঘটলো একটা আশ্চর্যজনক ঘটনা। বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে জুম্মার নামাজ পড়লেন জাতীয় দলের পেস বোলিং কোচ, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার কোর্টনি ওয়ালশও। দলের অন্যদের দেখাদেখি তিনিও নিয়ম মেনেই ইমামের পেছনে দাঁড়িয়ে জুম্মার নামাজ পড়েছেন। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সবাইকে এই তথ্য জানিয়েছেন। জুম্মার নামাজ বিসিবির একাডেমি লাউঞ্জে পড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে প্রায় ২০০ জন একত্রে নামাজ পড়েন।সেখানেই চিরাচরিত প্রথা ভেঙ্গে, দলের সঙ্গে জুম্মার নামাজ আদায় করে অনন্য নজির স্থাপন করেছেন জ্যামাইকান কিংবদন্তী কোর্টনি ওয়ালশ। কেন তিনি এমন কাজ করলেন, এর কোনো কারণ জানা যায়নি। অনেকের মতে, কৌতুহল বশতই ক্রিকেটারদের সঙ্গে জুম্মার নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন কোর্টনি।