বিগত এক দশক ফুটবল বিশ্ব শাসন করেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ওই সময়ের মধ্যে উভয়ে সমান পাঁচবার করে ব্যালন ডি’অর জিতেছেন। এবার তাদের দু'জনের ফুটবল রাজত্বের অবসান ঘটছে। এ দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ফুটবলের সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি জিততে চলেছেন ক্রোয়েশিয়ার লুকা মডরিচ। সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি’অর জেতেন ব্রাজিল সুপারস্টার কাকা। এরপর মেসি-রোনাল্ডোর রাজত্ব। বাকি সময়ে পাঁচবার করে তা ভাগাভাগি করে নেন তারা। এ পথে অসংখ্য রেকর্ড ভেঙেছেন ও গড়েছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বিশ্বকাপ বাদে ক্লাব ফুটবলে জিতেছেন সবকিছুই। এবারও এ ব্যালন ডি’অরের দৌড়ে মনোনয়ন পেয়েছেন মেসি-রোনাল্ডো। ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন আধুনিক ফুটবলের দুই দিকপাল। তবে ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো যে খবর দিচ্ছে, তাতে এবারে তাদের কারও শোকেসে ব্যালন ডি’অর উঠছে না। এটি উঠছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মডরিচের হাতে। লস ব্লাঙ্কোদের চ্যাম্পিয়নস লিগ জেতানোর পাশাপাশি ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলায় এ পুরস্কার পাচ্ছেন তিনি। এ বছর উয়েফা ও ফিফা বর্ষসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct