সৌদি আরবের দাঁতের ডাক্তারদের প্রাধান্য দিতে বিদেশি ডেন্টিস্ট নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল সৌদি আরব। এ বিষযে সৌদি সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
সৌদি আরবের বেসরকারি খাতে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে স্থানীয় চিকিৎসকদের আরো বেশি করে চাকরি করার জন্য উৎসাহিত করার লক্ষ্যে মঙ্গলবার সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানায়। উল্লেখ্য, ভারত সহ এশিয়ার বহু দেশ থেকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তাররা সৌদি আরবে কর্মরত আছেন। সৌদি আরবে স্থানীয় ডাক্তার কম থাকায় বাইরের দেশে থেকেই ডাক্তার নিয়ে সেখানকার স্বাস্থ্য পরিষেবা মেটাতে হয়। এখন তার পরিবর্তন চাইছে সৌদি আরব।
জানা গেছে, সেদেশের বিডিএস বা দাঁতের ডাক্তারদের চাকরির নিশ্চয়তা দেয় সৌদি আরব। তবুও ভারত থেকে বহু বিডিএস সেখানকার বিভিন্ন হাসাপাতালে কাজের সুযোগ পেতেন। এবার তাদের চাকরিতে কোপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct