চ্যাম্পিয়নস লিগের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা সারিবদ্ধভাবে পাশাপাশি দাঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ‘অ্যানথেম’ শুনবেন। সেদিন চ্যাম্পিয়নস লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম মোনাকো ম্যাচের আগেও এই রীতি মেনেই সবাই দাঁড়িয়েছিলেন। সবাই পাশাপাশি দাঁড়িয়ে হয় চুপচাপ অ্যানথেমটা শুনছেন, অনেকে গুনগুন করে গাইছেন। প্রত্যেক খেলোয়াড়ের সামনে একজন করে ছোট শিশু দাঁড়িয়ে আছে, মাসকট হিসেবে। খেলোয়াড়রা নিজ নিজ মাসকটের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখলেও অ্যাটলেটিকোর ফরাসি স্ট্রাইকার আন্তোয়াইন গ্রিজমানের মাসকটের পেছনে গ্রিজমানকেই দেখা গেল না! তিনি কোথায় গেলেন? দেখা গেল, চ্যাম্পিয়নস লিগের অ্যানথেম শোনার ‘রীতি ভঙ্গ’ করে গ্রিজমান তাঁর সামনে দাঁড়িয়ে থাকা মাসকট শিশুটির পায়ের জুতার ফিতা বেঁধে দিচ্ছেন। তা দেখে আশেপাশে অন্য খেলোয়াড়দের মাসকট হিসেবে আসা শিশুরা দাঁত বের করে হাসছে! গ্রিজমানের মাসকটের মুখেও তখন বিশ্বজয়ের হাসি! হাসি থাকবে না-ই বা কেন? কতজনের কপালে এমন সুযোগ জোটে? সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে ভাইরাল হয়ে যায়। গ্রিজম্যানের এহেন কার্যকলাপ হৃদয় জিতে নিয়েছে তামাম ফুটব দুনিয়ার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct