মেক্সিকোয় গুয়াডালাজারা শহরে মার্কিন দূতাবাসের সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। শুক্রবার মধ্যরাতে দুষ্কৃতিরা এই হামলা চালায়।
তবে এই বিস্ফোরণের ঘটনায় কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা তা স্পষ্ট নয়। এই বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে ট্রাম্প কন্যা ইভাঙ্কার মেক্সিকো সফরে আসার কথা ছিল। মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট অ্যান্ড্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাডরের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল শনিবার। এই শপথ গ্রহণ অনুষ্ঠান হাজির থাকতে এদিন সকালেই আসা চূড়ান্ত ছিল ইভাঙ্কার। ইভাঙ্কার সফরসঙ্গী হিসেবে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।তবে ট্রাম্প কন্যা ইভাঙ্কার সফরের সফরের আগে মার্কিন দূতাবাসের সামনে এই হামলা চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও এই বিস্ফোরণে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে মেক্সিকো প্রশাসন জানিয়েছে। শুধুমাত্র একটি দেয়াল খানিকটা ক্ষতিগ্রস্থ হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট কন্যার আসার প্রাক মুহূর্তে মার্কিন দূতাবাসের সামনে এই রহস্য জনক বিস্ফোরণ হওয়ায় তা নিয়ে মেক্সিকো তাদের গোয়েন্দা সংস্থাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
প্রাথমিক সূত্র জানিয়েছে এই হামলার সঙ্গে জঙ্গি যোগ নাও থাকতে পারে,মে ক্সিকোর বড় একটি মাদক চোরাচালানকারী চক্রের দিকেই সন্দেহের তীর স্থানীয় প্রশাসনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct