১০ ওভারের ক্রিকেট তথা টি-১০ ক্রিকেট নিয়ে পক্ষে-বিপক্ষে হচ্ছে নানান আলাপ আলোচনা চলছে। এবার এই আলোচনায় নতুন রসদ জোগালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তার মতে টি-টেনের মাধ্যমেই অলিম্পিকে ক্রিকেটের জায়গা দেওয়া সম্ভব। আফ্রিদির মতে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে টি-টেন টুর্নামেন্ট। দর্শক আগ্রহকে কাজে লাগিয়ে সহজেই অলিম্পিকে ১০ ওভারের ক্রিকেট অন্তর্ভুক্ত করা যায় বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, 'আমি মনে করি অলিম্পিকের জন্য টি-টেন ক্রিকেটই আদর্শ। আমার মনে হয় এই ফরম্যাট অলিম্পিকে শুরু করে বিশ্ববাসীকে বোঝানো যাবে ক্রিকেট জিনিসটা আসলে কি। সবাইকে ক্রিকেট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে এটাই যথাযথ ফরম্যাট।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct