রোহিঙ্গা নিয়ে সারা পৃথিবী জুড়ে আলোচনার অন্ত নেই। বাংলাদেশে ১০ লক্ষ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। ভারতেও কিছু রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বিজেপি শাসিত ভারতে রোহিঙ্গাদের আশ্রয় না দিতে তৎপর কেন্দ্রীয় সরকার। কেন্দ্র কোনো মতে একজন রোহিঙ্গাকে ভারতে থাকতে দিতে রাজি নয়। জোর করে মায়ানমারে পাঠাতে চায়। তারা রোহিঙ্গাদের ক্ষেত্রে মানবিকতা চায় না। ইতিমধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গাকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। যদিও তারা যেতে চাইনি। রাষ্ট্র সংঘ সহ বিশ্বের দেশ যখন বলছে রোহিঙ্গাদের মায়ানমারে ফেরা নিরাপদ নয় তখন ভারত উদ্যোগ নিয়েছে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর। এই পরিস্থিতিতে কাশ্মীরে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলেছে, তাদেরকে চাইলে ভারত সরকার গুলি করে মেরে ফেলুক তবু তারা মায়ানমারে যাবে না। তাই মানবিকতা দেখানোর আর্জি নিয়ে কিছু রোহিঙ্গা মানবাধিকার সংস্থার সহযোগিতায় সুপ্রিম কোর্টে মামলা করে যাতে ভারত সরকার জোর করে রোহিঙ্গাদের মায়ানমারে না পাঠায়। সেই মামলার শুনানি ছিল আজ শুক্রবার। সুপ্রিম কোর্ট সেই মামলার রায় মুলতবি করে দিন চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে জানুয়ারি মাসে। ফলে লোকসভা ভোটের আগে জোর ধাক্কা খেল বিজেপি। বিজেপি রোহিঙ্গা বিতাড়ন নিয়ে সাম্প্রদায়িক মেরুকরণের যে চেষ্টা করেছিল তা আপাতত হচ্ছে না। জানুয়ারি মাসের আগে রোহিঙ্গা বিতাড়ন বন্ধ করা কোনো উপায় নেই। কারণ সুপ্রিম কোর্ট রোহিঙ্গা শুনানি জানুয়ারি মাসে আগে শুনবে না বলে জানিয়ে দিয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের এই রায়ে জানুয়ারি মাসে পর্যন্ত আপাতত স্বস্তিতে থাকবে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct