দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুসলিমদের বিষয়ে উন্নাসিক হলেও বিদেশে গিয়ে তা পাল্টে ফেলছেন। শুধু তাই নয় সুকৌশলে এমন মুসলিম ব্যক্তিত্বর সঙ্গে দেখা করছেন জারে ভারতের মুসলিমদের মান গোলে। সামনে লোকসভা ভোট। তাই মুসলিমদের দুর্বলতা বুঝে তা কাজে লাগাতে চাইছেন মোদি। মুসলিমদের সৌদি আরবের প্রতি দুর্বলতা আছে। তারা পবিত্র দেশ বলে মনে করে। এখানেই পবিত্র কাবা শরীফ ও মদিনা শরীফ রয়েছে যা মুসলিমদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সৌদি আরবকে মুসলিমরা যথেষ্ট শ্রদ্ধা করে। এবার সেটাকে কাজে লাগানোর চেষ্টা করলেন মোদি।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলন চলছে। সেই ফাঁকে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখা করলেন সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সলমানের সঙ্গে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করা হয়েছে নরেন্দ্র মোদির টুইটের একাউন্টে।
এ নিয়ে মোদি টুইটারে বলেছেন, সৌদি যুবরাজের জন্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শক্তি নিয়ে নানা কথা হয়েছে।
এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার টুইটারে বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের যে বিষয়ে কথা হয়েছে তার মধ্যে অন্যতম হল, প্রযুক্তি, পেট্রোলিয়াম, প্রতিরক্ষা, পুনর্শক্তি, খাদ্য, পরিকাঠামো ইত্যাদি।