রাশিয়া আর আমেরিকার বিবাদ আজ থেকে নয়। দু মহাশক্তিধর দেশের প্রেসিডেন্ট বসতে চলেছিলেন বৈঠকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বৈঠক করছেন তা সুনিশ্চিত ছিল বৃহস্পতিবারও। জানা গেছে
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের ফাঁকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ট্রাম্পের সঙ্গের পুতিনের বৈঠক চূড়ান্ত ছিল। এমনকি এই বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার ক্রেমলিনে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল ট্রাম্প-পুতিন বৈঠক হচ্ছেই। এ প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, বৈঠক নিয়ে মার্কিন কর্তৃপক্ষ সবুজ সংকেত দিয়েছে। এই সংবাদিক সম্মেলনের কথা প্রচার হতেই মাঠে নামেন ট্রাম্প। ট্রাম্প টুইট করে জানিয়ে দেন এই বৈঠকে তিনি থাকছেন না।
সোশ্যাল মিডিয়ায় টুইটে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকটি আর হচ্ছে না। ইউক্রেন-রাশিয়ার মধ্যে সম্প্রতি যে টানাপোড়েন চলছে সেই ঘটনার জন্য এই বৈঠক বাতিলের সিদ্ধান্ত ট্রাম্পের।
উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো অভিযোগ করেছেন , রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান। তিনি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সহায়তা কামনা করে বলেছেন, ন্যাটোর উচিত সাগরে যুদ্ধজাহাজ পাঠানো।
সম্প্রতি সমুদ্রে থাকা ইউক্রেনের যুদ্ধ জাহাজ আটক করেছিল রাশিয়া। তা নিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধাবস্থা দেখা দিয়েছে। প্রয়োজনে ইউক্রেন দখলের হুমকি দিয়েছেন পুতিন। কারণ রাশিয়া মনে করে ইউক্রেন তাদেরই অংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct