তিনি বেঁচে তাও ছড়িয়ে পড়ল তাঁর মৃত্যুর খবর। এবং সে কারণে বন্ধও হয়ে গেল স্থানীয় ফুটবল টুর্নামেন্টের ম্যাচ। আইরিশ অ্যামেচার লিগে সবাই কালো ব্যান্ড পরে নেমেছিলেন। সবাই ভাবছিলেন ফার্নান্দো লাফুয়েন্তের কথা। কারও কারও চোখে জলও ছিল সতীর্থকে হারানোর। ততক্ষণে ক্লাবের কাছে খবর চলে এসেছিল তাদের দলের ফুটবলারের বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। কিন্তু বাকি ছিল আরও অনেকটা। বেঁচে ছিলেন ফার্নান্দো। ডাবলিনের ক্লাব বালিব্রাক, লেনস্টার সিনিয়র লিগের দল। শনিবার আর্কলো টাউনের বিরুদ্ধে ম্যাচটি বাতিলও হয়ে যায় ফার্নান্দোর মৃত্যুর খবরে। জানা যায় বৃহস্পতিবার অনুশীলন থেকে বাড়ি ফেরার সময় বাইক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
সদ্য স্পেনের বাড়িতে ফিরেছেন লাফুয়েন্তে। তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ঘটেছে। কারণ দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমার নাম মুছে দেওয়া হয়েছিল। কিন্তু এমনটা আশা করেননি তিনি। তিনি বলেন, ‘কাজের পর আমি বাড়িতেই ছিলাম। ভিডিও গেমস খেলছিলাম। আমার কাজের জায়গা থেকে ফোন এল। ওরা বলল, তুমি তো এখড় সেলিব্রিটি হয়ে গিয়েছ। আমি জানতে চাইলাম কেন? তারপর ওরা আমাকে একটার পর একটা নিউজ আর্টিকেল পাঠাতে থাকে। আর তখনই আমি জানতে পারলাম আমি মৃত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct