নিজে উগ্র হিন্দুত্ববাদীতে বিশ্বাসী, তাকে কী! উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবার ভগবান হনুমান নিয়ে মন্তব্য করে বিপাকে। তার বিরুদ্ধে নোটিশ পাঠাল রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভা। মঙ্গলবার যোগী আদিত্যনাথ বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে যোগী আদিত্যনাথ বলেছিলেন, ভগবান বজরং বলি (হনুমান) ছিলে বনের অধিষ্ঠতা দেবতা। পর্বতে বাস করতেন। পিছিয়ে পড়া মানুষদেরকে একজোট করেছিলেন। ভগবান হনুমান হলেন দলিত। আসলে যোগী হনুমানকে দলিত সম্প্রদায়ের বলে অভিহিত করেন। সে কারণে ক্ষেপে গেছে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ।
রাজস্থান সর্ব ব্রাহ্মণ মহাসভার প্রধান সুরেশ মেহতা বলেছেন, যোগী আদিত্যনাথ হনুমানকে নিয়ে মন্তব্য করে ব্রাহ্মণ সমাজের মনে অাঘাত দিয়েছেন। তাই অবিলম্বে ক্ষমা চাইতে হবে ভগবান হনুমানকে দলিত হিসেবে অভিহিত করায়। সুরশে মেহতা হনুমানকে নিয়ে রাজনীতি করায় চরম সমালোচনা করেছেন যোগী আদিত্যনাথকে। অাগামী তিন দিনের মধ্যে যোগী যাতে ক্ষমা চাইতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct