সমুদ্র সৈকতটি বিলীন হয়ে গেছিল ৩০ বছর অাগে৷ এতকাল পরে ফের জেগে উঠল অায়ারল্যান্ডের আয়ারল্যান্ডের সাগরগর্ভে বিলীন হয়ে যাওয়া সৈকটি যা এক পর্যটন দ্বীপেরই অন্তর্গত। শিলাকীর্ণ বেলাভূমিতে হাজার হাজার টন বালি জমার নতুন করে সৈকতটির দেখা মিলল সম্প্রতি।
তিনশো মিটার দৈর্ঘ্যের এই সমুদ্র সৈকতটি রয়েছে আয়ারল্যান্ডের অচিল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ছোট গ্রাম দুয়াঘের কাছে। ১৯৮৪ সালে কোনও এক ঝড়ের রাতে মিলিয়ে যায় সেই সৈকত। ঝড়ের কারণে বালিগুলো হারিয়ে যাওয়ার পর এ পরিস্থিতি তৈরি হয়। গতমাসের জোয়ারের পর আচমকাই সেখানকার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন, আটলান্টিক মহাসাগর ফিরিয়ে দিয়েছে সমস্ত হারিয়ে যাওয়া বালুকারাশি। একসময় এই সমুদ্র সৈকতে বেড়াতে আসতেন বহু পর্যটক। পর্যটকদের কাছে যথেষ্ট জনপ্রিয়ও ছিল এই সৈকত। সেখানে ছিল চারটি হোটেল এবং অনেকগুলো গেস্ট হাউস। এই দ্বীপপুঞ্জে প্রায় ২,৬০০ লোকের বসবাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct