আইপিএল ধনী লিগ, তা প্রমাণিত হল আবারও একবার। এক সমীক্ষায় জানা গেছে আর্থিকভাবে আইপিএল, ইংলিশ প্রিমিয়ার লিগের থেকেও বেশি এগিয়ে! গ্লোবাল স্পোর্টস স্যালারি সার্ভের এক রিপোর্ট অনুযায়ী আইপিএলের একজন ক্রিকেটার প্রতি ম্যাচ পিছু যা পান, তা যে কোনও স্পোর্টসের চেয়ে বেশি!
ইংলিস প্রিমিয়ার লিগকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল লিগ বলা হয়। এখানে প্রথম সারির ফুটবলাররা বছরে গড়ে ২.৯৯মিলিয়ন ইউরো আয় করে। সেখানে আইপিএলে প্রতি ম্যাচে গড়ে ক্রিকেটাররা ২৭৪৬২৪ ইউরো আয় করেন! এক্ষেত্রে মাত্র ১৪টা ম্যাচ খেলা হলেও আইপিএল আর্থিকভাবে ইংলিশ প্রিমিয়ার লিগকে ছাপিয়ে গেছে। তবে পুরো মরশুম ধরলে অবশ্য ইপিএল খেলোয়াড় আইপিএল খেলোয়াড়দের থেকে বেশি রোজগার করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct