পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বন্ধ না করলে কোনও মতেই ভারত আলোচনায় বসবে না। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ এই হুঁশিয়ারি দিলেন সোমবার। যদিও তিনি কারতারপুর করিডরের উন্নয়নের মাধ্যমে দুই দেশের মধ্যে শান্তিই কামনা করেন। তবে, সুষমা স্বরাজ সাফ জানিয়ে দেন, প্রথমে পাকিস্তানকে জঙ্গিপনা বন্ধ করতে হবে। তবেই কারতারপুর করিডরের পর তাদের সঙ্গে আলোচনায় বসা সম্ভব। নচেৎ নয়।
উল্লেখ্য, আজ কারতারপুর করিডর উদ্বোধনে শরিক হতে পাকিস্তানে রওনা দিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী ও হরশিমরাত কাউর বাদল।এ বিষয়ে সুষমা স্বরাজ বলেছেন, বহু বছর দরে ভারত কারতারপুর করিডর খুলে দেওয়ার জন্য পাকিস্তানকে বলেছিল। সবে তারা এ বিষয়ে এগিয়ছে। কিন্তু তার মানে তাদের সঙ্গে এখনই কথা বলা নয়। তারা জঙ্গি কারযকলাপ বন্ধ না করলে ভারত কোনও শান্তি আলোচনায় বসবে না।
জানা গেছে, কারতারপুর করিডর খুলে গেলে সেখানে ভারতীয় শিখরা বিনা ভিসায় গুরুদ্বারে যাতায়াত করতে পারবে। সেই করিডরের উদ্বোধন হবে আজ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct