ছোটদের ডার্বিতেই ব্যাপক উত্তেজনা ইস্টবেঙ্গল মাঠে। যা পরবর্তীতে হাতাহাতির রূপ নেয়। এমনকি আক্রান্ত হয় সাংবাদিকরাও। যার মূলে রয়েছে কয়েকজন ইস্টবেঙ্গলের কয়েকজন সমর্থক। মাঠে ম্যাচ চলাকালীন এক ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গ্যালারি। শুরু হয় অশ্রাব্য ভাষায় গালি-গালাজ। তাদের গালিগালাজ করতে বারণ করেন ইস্টবেঙ্গলেরই কিছু সিনিয়র সমর্থক, সদস্যরা। কিন্তু জুনিয়ররা সেই কথা না শুনলে শুরু হয়ে যায় তাঁদের নিজেদের মধ্যে বাকবিতন্ডা। এই ঘটনার ছবি তুলতে গিয়েই আক্রান্ত হন বাংলা সংবাদমাধ্যমের এক সাংবাদিক। তাঁকে বাঁচাতে এসে উত্তেজিত সমর্থকদের হাতে জখম হন আরও কয়েকজন সাংবাদিক। যাঁদের মধ্যে ছিলেন এক মহিলাও। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ম্যাচ কমিশনার এবং বেশ কিছু সমর্থক। তাঁরাই শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যদিও এই ম্যাচে হারতেও হয় খুদে ইস্টবেঙ্গলকে। মোহনবাগান জেতে ১-০ গোলে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct