রাফালে নিয়ে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছিল অনলাইন নিউজ পোর্টাল `দ্য ওয়্যার'। আর সেই ইস্যু নিয়ে দেশ তোলপাড় করে বেড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিশেষ করে কংগ্রেসের রাহুল গান্ধি।রাফালে নিয়ে `দ্য ওয়্যার' লিখেছিল হাজার হাজার কোটি টাকার সমঝোতা হয়েছে অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারেরর সঙ্গে। ফ্রান্সের একটি কোম্পানির মারফত দেশের প্রতিরক্ষার জন্য রাফালে যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা লেনদেন নিয়ে প্রশ্ন তোলে ওয়্যার। ৩৬টি রাফালে যুদ্ধ বিমান কেনার ক্ষেত্রে ব্যাপক দুর্নীিতর অভিযোগ ওঠে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে। এই গুরুতর অভিযোগ ওঠায় তা নিয়ে ময়দানে নামে বিরোধীরা। ফলে লোকসভা নির্বাচনের আগে রাফালে নিয়ে বিজেপি বেশ বেকায়দায় পড়েছে। আম্বানিদের সঙ্গে মোদি সরকারের গোপন সমঝোতা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। এর ফলে অম্বানিদের সুনাম নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলে এবার অনিল আম্বানির সংস্থা রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারে ৬০০০ কোটি টাকার মানহানির মামলা করল দ্য ওয়্যারের বিরুদ্ধে।এই মামলা করা হয়েছে মোদির রাজ্য গুজরাতের আহমদাবাদের সিটি সিভিল কোর্টে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct