গত তিন বছরে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় ৫০ জন ওবিসি পরীক্ষার্থীকে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। এদেরকে ক্রিমি লেয়ার আখ্যা দিয়ে তাদেরকে চাকরি বঞ্চিত করা হচ্ছে বলে অভিযো্গ উঠেছে। ১৯৯৩ সালে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য চাকরিতে সংরক্ষণ প্রসঙ্গে সরকার বলেছিল সফল প্রার্থীর বাবা-মার বেতন এবং খামার থেকে অর্জিত আয় ক্রিমি লেয়ার থেকে বাদ দেওয়া হবে। কিন্তু ২০১৬ সাল থেকে ওবিসি কর্মীদেরও বাবা-মার আয়কে ক্রিমি লেয়ারে যুক্ত করে দেয়। ফলে ২০১৫ দল থেকে যেসব ওবিসি প্রার্থী ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এভাবে ক্রিমি লেয়ারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর তার জন্য তাদেরকে চাকরিতে নিয়োগ করা হচ্ছে না। যে ধরনের এক প্রার্থী হলেন শশাঙ্ক রতন। তার মতো ৫৬ জনকে সিভিল সার্ভিসে উত্তীর্ণ হলেও নিয়োগ পাননি। আসলে ১৯৯৩ সালে নিয়ম ছিল যাদের পারিবারিক যায় বছরে এক লাখ তাদেরকে ক্রিমি লেয়ার হিসেবে ধরা হবে। কিন্তু বর্তমানে তার সীমা ৮ লাখ। অথচ তা মানছে না কেন্দ্রীয় সরকার। তারজন্য ওবিসিরা সিভিল সার্ভিসে সফল হলেও চাকরি পাচ্ছে না। যদিও কেন্দ্রীয় সরকারের চাকরিতে ২৭ শতাংশ আসন ওবিসিদের জন্য সংরক্ষিত।