নক্কারজনক একটা ঘটনা ঘটল আর্জেন্টিনার ফুটবল আঙিনায়। দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্লাব ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের ফাইনালের আগে রক্ত ঝরলো খেলোয়াড়দের। যার কারণে সেকেন্ড লেগের ফাইনাল ম্যাচটি বাতিল করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবলে বোকা জুনিয়র্স আর রিভার প্লেট চিরপ্রতিদ্বন্দ্বি দুই দল। তাদের খেলা মানেই টানটান উত্তেজনা, সমর্থকদের মাঝে রোমাঞ্চ। তবে এই রোমাঞ্চ আর উত্তেজনাটা খেলার সীমানা ছেড়ে বেরিয়ে এলো রাস্তায়। রিভার প্লেট সমর্থকরা বোকা জুনিয়র্সের টিম বাসে হামলা চালিয়েছে। এতে ওই বাসে থাকা বোকা জুনিয়র্সের খেলোয়াড়েরা মারাত্মকভাবে চোট পেয়েছেন। বাসের জানালার কাঁচ ভেঙে অনেকের চোখে মুখে ঢুকে গিয়েছে। রিভার প্লেট সমর্থকরা পেপার স্প্রেও ছুঁড়ে মারেন খেলোয়াড়দের দিকে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছিল যে, সমর্থকদের সরাতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। এ সবের ফলে কয়েকজন খেলোয়াড় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বোকা এবং আর্জেন্টিনা দলের তারকা ফুটবলার কার্লোস তেভেজও। তিনি মাথা ঘুরিয়ে পড়ে যান, বমিও করেন কয়েকবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct