রামমন্দির নির্মাণ নিয়ে এখন শিবসেনা ও বিশ্ব হিন্দু পরিষদের মধ্যে টক্কর চলছে। বাদ যাচ্ছেন না বিজেপি নেতারাও। এবার বিজেপি নেতা নেত্রীদের মধ্যে সবাইকে চাপিয়ে গেলেন উমা ভারতী। ১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙার পর উমা ভারতীয় উল্লাস কারো অজানা নয়। কাঁধে চড়ে তার সেই মসজিদ ভাঙার আনন্দের বহিঃপ্রকাশের ছবি ব্যাপক ভাইরাল হয়। সেই উমা ভারতী বললেন, রামমন্দির একা বিজেপির নয়। তিনি উদ্ধব ঠাকরেকে তারিফ করে বলেন, মন্দির নির্মাণের দিনক্ষণ ঘোষণা জানাতেই হবে। আর ধৈর্য ধরা নয়। এখনই মন্দির গড়তে হবে। এই মন্দির সবার। তাই সবাইকে এই রামমন্দির নির্মাণে সহযোগিতার আহবান জানান। সমাজবাদী পার্টি থেকে বহুজন সমাজ পার্টি, আকালী দলকে মন্দির নির্মাণে এগিয়ে আসার ডাক দেন। বাদ যাননি মুসলিম নেতারাও। সমাজবাদী পার্টির আজম খান থেকে মুসলিম ইত্তেহাদুল মুসলেমিন দলের আসাদুদ্দিন ওয়েসীর কাছে উমা ভারতী আর্জি জানিয়েছেন, আপনারা এগিয়ে আসুন অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য। তবে এখনও পর্যন্ত উমা ভারতীয় ডাকে রাম মন্দির তৈরি করতে আসাদুদ্দিন ওয়েসী এগিয়ে আসছেন কিনা তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct