আবার বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের কলকাতা সফর বাতিল হল। তসলিমা সাহিত্য সংক্রান্ত অনুষ্ঠানে কলকাতায় আমন্ত্রিত হয়েও তা বাতিল করতে হয়েছে। তবে দেশের অন্য জায়গায় আমন্ত্রণ মতো সেখানে হাজির থাকছেন। তার এই কলকাতায় আসা বাতিলের কথা তাসলিমা নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
২৫ নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে কলকাতা ও দিল্লিতে লিটেলারি ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছিলেন তসলিমা নাসরিন। কিন্তু কলকাতায় তার আসা বাতিল হয়েছে একথা টুইটারে নিজেই জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে তসলিমা টুইটারে লিখেছেন, ২৫ নভেম্বর টাইমস অফ ইন্ডিয়া কলকাতা ও দিল্লিতে লিটেলারি ফেস্টিভ্যালে আমন্ত্রণ করেছিল। বুঝে নিন কোন জায়গায় যাওয়া বাতিল হয়েছে।
এর আগে তিনি টুইটারে বলেছিলেন, জয়পুর লিটেলারি ফেস্টিভ্যালে তার যাওয়া বারণ। কারণ কিছু মোল্লা চাননা তসলিমা সেখানে যাক।
উল্লেখ্য, বাংলাদেশি তাসলিমা নাসরিন 'লজ্জা' বই লেখার জন্য সে দেশের এক শ্রেণীর মুসলিম তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার পরিণতিতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। যদিও তসলিমা এখন সুইডেনের নাগরিকত্ব পেয়েছেন। তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হয়েছেন। তসলিমার প্রথম স্বামী কবি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর পর আরো প্রেমিকের ঘর করেছেন। তার বইতে নিজেই লিখেছেন কোন কোন ব্যক্তির সঙ্গে তিনি শয্যা সঙ্গী হয়েছিলেন। এই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। তবে তসলিমার এখন সর্বক্ষণের সঙ্গী প্রিয় বিড়াল। তিনি এখন ভারত সরকারের অনুমাতিক্রমে দিল্লিতে থাকেন। বাংলাদেশে এখন আওয়ামী লীগের সরকার থাকলেও তিনি বাংলাদেশে ফিরতে নারাজ। সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে ফেরার আর্জিও জানাননি। যদিও বাংলাদেশের বিশিষ্ট লেখকরা চাইছেন না তসলিমা সে দেশে ফিরুক। এখনো পর্যন্ত বাংলাদেশের প্রগতিশীল লেখকরা তসলিমাকে দেশে ফেরার আহবান জানাননি। এমনকি তা নিয়ে কোনো আন্দোলন থেকে বিরত রয়েছেন। কিন্তু তসলিমা জানিয়েছেন, তিনি ভারতকে তার দ্বিতীয় জন্মভূমি ভাবেন। সেজন্যই বোধহয় তসলিমা আর বাংলাদেশে ফিরতে চাননা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct