ক'দিন আগেই আইসিসি দুর্নীতি বিরোধী তদন্তে তথ্য না দেওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্যর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তার মধ্যেই নতুন অভিযোগ উঠলো এই কিংবদন্তি লঙ্কান ক্রিকেটারের বিরুদ্ধে। ভারতে কাঁচা সুপারি চোরাচালানের অভিযোগ উঠেছে বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কানের বিরুদ্ধে! অবিশ্বাস্য মনে হলেও, খবরটা সত্যি। নয়াদিল্লিতে রাজস্ব তদন্ত বিভাগের উপপরিচালক দিলীপ সিভার জানিয়েছেন, বিপুল পরিমাণ সুপারি শ্রীলঙ্কা থেকে ভারতে পাচার করা হয়েছে। এবং এই সুপারি ইন্দোনেশিয়া থেকে শ্রীলঙ্কায় আনা হয়েছিল। সিভারের দাবি, এই বেআইনি কাজটি করার জন্য শ্রীলঙ্কায় কিছু ভুয়ো প্রতিষ্ঠানও তৈরি করা হয়েছিল। এবং সেটা করার জন্য ব্যক্তিগত ক্ষমতা ব্যবহার করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনৎ জয়সূর্য। ইন্দোনেশিয়া থেকে সুপারি আমদানি করা হলে বিপুল অঙ্কের আমদানি শুল্ক দিতে হয়। ১০৮ শতাংশ আমদানি শুল্কের হাত থেকে বাঁচার জন্য শ্রীলঙ্কা থেকে ভারতে সুপারি আনার ব্যবস্থা করা হয়েছিল। সার্কের বিশেষ বাণিজ্য সুবিধার অধীনে থাকায় শ্রীলঙ্কা থেকে আমদানি করা সুপারিতে বেশি লাভ করা সম্ভব। ইন্দোনেশিয়া থেকে আমদানি করা সুপারির চার ভাগের এক ভাগ মূল্যেই তখন আমদানি খরচ মিটিয়ে ফেলা সম্ভব হয় ব্যবসায়ীদের পক্ষে। ইন্দোনেশিয়া থেকে আনা সুপারি শ্রীলঙ্কার মাধ্যমে ভারতে এনে সে দেশের পণ্যের সঙ্গে মিশিয়ে ফেলা হত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct