দুর্নীতির অভিযোগে প্রাক্তন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই পদচ্যুত হওয়ার পর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আজ মঙ্গলবার ভোট গ্রহণ চলছে দক্ষিণ কোরিয়ায়। প্রেসিডেন্ট পদে ১৩জন প্রার্থীর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী প্রার্থী মুন জা-ইন ও মধ্যপন্থী প্রার্থী আন চিওল-সু র।
নির্বাচন কমিশন বেশি ভোটদানের হার বেশি পড়ার আশা করছেন। তাদের ধারণা, এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থীর মধ্য থেকে যেকোনো একজনকে বিজয়ী করতে দেশের তরুণ ভোটাররা এগিয়ে আসবেন। দক্ষিণ কেরিয়ার স্থানীয় সময় রাত ৮ টা অবধি ভোট গ্রহণ চলবে। তবে গালুপ কোরিয়ার এক জনমত সমীক্ষা বলছে, এগিয়ে রয়েছেন মুন জা-ইন। তার পক্ষে মত দিয়েছে ৩৮ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনের পক্ষে মাত্র ২০ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct