আগেই বোঝা গিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত গ্রহণ করবে না। প্রত্যাশামতো এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি সাত লক্ষ টাকা জরিমানা করে ইস্টবেঙ্গলের উপর থেকে ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিল।এর আগে মরশুম শুরুর সময় মিনার্ভা পঞ্জাবের ফুটবলার সুখদেব সিংকে অবৈধভাবে নিজেদের দলে নেওয়ার অভিযোগ উঠেছিল লাল-হলুদের বিরুদ্ধে। সুখদেবের সঙ্গে মিনার্ভার দু'বছরের চুক্তি থাকলেও ক্লাব অফিসিয়ালদের সঙ্গে কোনওরকম যোগাযোগ না করে তাঁকে দলে নেওয়ার অভিযোগ উঠেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। সুখদেবের এজেন্ট মারফত গোটা ঘটনাটি সম্পন্ন হয়েছিল বলে জানা যায়। এক্ষেত্রে ট্রান্সফার ফি বাবদ কোনও অর্থই পায়নি মিনার্ভা পঞ্জাব। গোটা ঘটনায় ক্ষুব্ধ মিনার্ভা দ্বারস্থ হয় ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির। সেই ঘটনায় ইস্টবেঙ্গলকে দোষী সাব্যস্ত করে তাঁদের উপর ট্রান্সফার নিষেধাজ্ঞা জারি করেছিল এআইএফএফ নিযুক্ত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। এর ফলে তারা আগামী জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতে কোনও ফুটবলার দলে নিতে না পারতো না। এ ব্যাপারে তারা ক'দিন আগে ফেডারেশনের আপিল কমিটির সঙ্গে বৈঠকে বসেন।সেদিন চূড়ান্ত রায় না পাওয়া গেলেও এদিন ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি জরিমানার পরিবর্তে ট্রান্সফার ইস্যুতে নিষেধাজ্ঞা তুলে নেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct