মারাঠিরা লাগাতার আন্দোলনের পর মহারাষ্ট্র সরকারের কাছ থেকে ১২ শতাংশ সংরক্ষণ আদায় করে নিয়েছে। এবার মহারাষ্ট্র বিধানসভায় মুসলিমদের জনন্য সংরক্ষণ দেওয়ার দাবিতে সরব হলেন বেশ কয়েকটি দলের বিধায়করা।কংগ্রেস, এনসিপি, সমাজবাদী পার্টি ও মুসলিম মজলিশে ইত্তেহাদুল মুসলেমিনের বিধায়করা মহারাষ্ট্র বিধানসভায় মুসলিমদের সংরক্ষণ দেওয়ার দাবি তোলেন। তাদের বক্তব্য, পিছিয়ে পড়া শ্রেণি হিসেবে মারাঠিদের সংরক্ষণ দিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী ফড়নবিশের সরকার। অথচ, সবচেয়ে গরিব ও পিছিয়ে পড়া সম্প্রদায় হল মুসলিমরা। তাই তাদেরকে সংরক্ষণ দেওয়া দরকার বলে তারা দাবি তোলেন। এর আগে কংগ্রেস এনসিপি মহারাষ্ট্রে সরকারে থাকার সময় মুসলমিদের জন্য ৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা করেছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্ট মামলা করায় বিষয়টি আটকে রয়েছে। তাই অবিলম্বে মারাঠিদের মেতা মুসলিমদেরও সংরক্ষণ দিতে হবে বলে বিধানসভায় সরব হন বিজেপি বিরোধী দলের বিধায়রকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct