তাঁকে বলা হয় টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা। এই ফর্ম্যাটে ক্রিস গেইলের রেকর্ডের ধারেকাছেও কেউ নেই। ক্যারিবীয় এই ব্যাটসম্যান টি-২০তে সবচেয়ে বেশি রান সংগ্রাহক। ৩৫৪ ম্যাচে ১২ হাজারের উপর রান, গড় ৪০.২৫। ১৪৮.২৩ স্ট্রাইক রেটটাও ঈর্ষণীয়।টি-২০ ক্রিকেটে দশ হাজারের বেশি রান করা একমাত্র ব্যাটসম্যান গেইল। ৮৯১ ছক্কায় আছেন সবার উপরে। এই ফর্ম্যারে তার সেঞ্চুরি ২১টি! নিকট প্রতিদ্বন্দ্বি নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের সেঞ্চুরি যেখানে মাত্র ৭টি। ৩৯ বছর বয়স এই ব্যাটসম্যান এখন খেলছেন এমজানসি সুপার লিগে (এমএসএল)। সেখানে খেলতে নেমে নতুন আরেক রেকর্ডে নাম লিখিয়েছেন গেইল। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে ১০টি আলাদা টি-২০ লিগে খেলার কীর্তি গড়েছেন তিনি।