দলবদলের বাজারে গ্রিজমানকে দলে টেনে চমক দিতে চেয়েছিল বার্সেলোনা। মেসির পাশে গ্রজমান কে দেখার জন্য উচ্ছ্বসিত ছিলেন বার্সেলোনা সমর্থকরা।
২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড নিজেও কাম্প নউয়ে যোগ দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন।কিন্তু শেষ অবধি আতলেতিকোয় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন গ্রিজমান। মাদ্রিদের ক্লাবটির সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করেন তিনি।
রোববার ফরাসি এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিজমান জানান, বার্সেলোনায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা ছিল খুব কঠিন।
গ্রিজমান আরো বলেন, “বার্সাকে না বলা ভীষণ কঠিন ব্যাপার ছিল। বার্সা আমাকে চায়, আমাকে ফোন করে, বার্তা পাঠায়। অন্যদিকে, আটলেটিকে আমিই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, এখানে আমাকে ঘিরেই প্রতি বছর দল তৈরি হয়। আর বার্সেলোনাতে গেলে মেসির সহযোগীই হতে হতো, যেটা আমি চাইনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct