টি-২০ ম্যাচ চলছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। হঠাৎ দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা ‘অদ্ভুত’ এক ডেলিভারি করলেন! যা নিয়ে এখন পুরো ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা সহজে ম্যাচ জিতে নেয়। তবুও এই ম্যাচে সব থেকে বেশি আলোচিত হয়ে রইল রাবাদার সেই অদ্ভুত ডেলিভারি! কুইন্সল্যান্ডের কারারা ওভালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ১০ ওভারে কমিয়ে এনেছিলেন আম্পায়াররা। ম্যাচের নবম ওভারে রাবাদা বোলিং করছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বিপরীতে। তখনই এমন মজার কাণ্ড ঘটে। বল রিলিজ করা আগে ঠিক শেষ মুহূর্তে রাবাদার হাত থেকে তা ছিটকে যায়। উড়ে গিয়ে বল পড়ে পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের সামনে। এমন ডেলিভারি দেখে তখন সবাই অবাক! মাঠে সবাই একে অপরের দিকে চেয়ে রয়েছেন। এমনকি, রাবাদা নিজেও এমন ঘটনার পর বেশি অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। তিনিও বুঝে উঠতে পারছিলেন না, কি করে এমন ডেলিভারি তার হাত থেকে হল? রাবাদার ওই রকম ডেলিভারির পর আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন দীর্ঘক্ষণ। তার পর তারা সেটিকে ডেড-বল হিসাবে ঘোষণা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct