ক্রিকেটারদের কাজ জাতীয় দলের জার্সি গায়ে গোটা বিশ্বে দাপিয়ে খেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। রাজনীতিসহ অন্যান্য স্পর্শকাতর বিষয়ে নাক গলিয়ে বিতর্কে জড়ানোর দরকার নেই তাঁদের। বক্তা, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেট জাভেদ মিয়াঁদাদ। ক\'দিন আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহীদ আফ্রিদি কাশ্মীর ইস্যুতে বলেছিলেন, \'কাশ্মীরের কর্তৃত্ব ভারতকেও দেওয়ার দরকার নেই। কাশ্মীরের একটা আলাদা সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত।\' আফ্রিদি এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। আফ্রিদির মতো খ্যাতিমান খেলোয়াড়ের নাক গলানোতেই বিরক্ত মিয়াঁদাদ। এটা মাথায় রেখে এদিন জাভেদ মিয়াঁদাদ বলেন, \'আমি বলতে চাই, আফ্রিদি যা বলেছে তা একদমই অনাকাঙ্ক্ষিত, সে চাইলে এটা না–ও বলতে পারত।রাজনৈতিক ও অন্যান্য স্পর্শকাতর বিষয়ে ক্রিকেটারদের নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তারা যদি খেলা ছেড়ে দেয়, পরে অন্য কোনও পেশায় চলে যায়, তবে তারা করতে পারে। যতক্ষণ তারা ক্রিকেটে আছে, তাদের অখণ্ড মনোযোগ ক্রিকেটেই থাকা উচিত বলে আমি মনে করি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct